গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ সিনেমার। ছবির বিষয়বস্তু যেহেতু ট্রাভেল মিস্ট্রি তাই সিনেমার প্রতিটা ইভেন্টে সেই ছোঁয়া রাখতে চেয়েছেন নির্মাতারা। বুধবার দুপুরে মহানগরীর বুকে বাসে চড়েই সিনেমার গানের প্রসঙ্গে কথা বললেন পরিচালক। তাঁর অনুরোধে দু এক কলি গেয়েও শোনালেন গায়িকা শ্রুতি মাইতি, পোর্শিয়া সেন, তিয়াসা চক্রবর্তীরা।

চলন্ত বাসে গান গল্প আড্ডার পর বুধের গোধূলি লগ্নে রাজারহাটের হার্বস ক্যাফেতে ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ সিনেমার একটি গানের মিউজিক ভিডিও লঞ্চ হয়। ছিলেন সুরকার সৌমরিৎ-সহ গোটা মিউজিক টিম। তিনি বলেন ,এই সিনেমার চলন সত্যিই অন্যরকম। যেখানে সিনেমার অভিনেতা-অভিনেত্রীরাও কোথাও যেন দর্শক আর দর্শকরাও এই সিনেমার অবিচ্ছেদ্য অংশ। ছবিতে যতগুলি পুরুষ কণ্ঠে গান রয়েছে সবকটি সৌমরিৎ নিজেই গেয়েছেন। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে গায়ক গায়িকাদের মাঝে উপস্থিত ছিলেন প্রযোজক নির্মাল্য মোদক ও অভিনেত্রী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ও। পরিচালক কৌস্তভ বলছেন পাহাড়ের নৈসর্গিক দৃশ্য আর তার মাঝে রহস্যে মোড়া গল্পকে যোগ্য সঙ্গত দিয়েছে সংগীত। ছবি মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর।

–

–

–

–

–

–

–

–


