Wednesday, December 10, 2025

‘বন্দেমাতরম’ মুখে আনতে সমস্যা! সংসদে ফের বিজেপির মন্ত্রীর বাংলা-বিরোধিতা

Date:

বিজেপির ছত্রে ছত্রে বাঙালির প্রতি বিদ্বেষ প্রকাশ্যে বেরিয়ে আসছে। বাংলা সম্পর্কে কিছু না জেনে সংসদে যে কেউই বক্তব্য রাখতে পারেন, এমনটা যেন গর্বের সঙ্গে তুলে ধরা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে একের পর এক কেন্দ্রের মন্ত্রী সেটাই প্রমাণ করার চেষ্টা করে চলেছেন সংসদে। এবার প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তাঁর মুখ দিয়ে ‘বন্দে মাতরম’ (Vandemataram) যেন বেরোয়ই না। এই ঘটনায় বিজেপির ‘বন্দে ভারত’ (Vande Bharat) ধ্যান ধারণাকে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূলের।

বাংলায় নির্বাচনের আগে নিজেদের বাংলা-প্রেমী দেখাতে উঠে পড়ে লেগেছেন নরেন্দ্র মোদি। তাই সংসদের সবথেকে ছোট শীতকালীন অধিবেশনে (winter session) দুই দিন রাখা হয়েছে ‘বন্দেমাতরম’ আলোচনার জন্য। সেই আলোচনায় বক্তা হিসাবে নাম ছিল প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরের। বিজেপি সাংসদ বক্তৃতা দিতে উঠে একবার নয় দুবার ‘বন্দে মাতরমে’র (Vandemataram) জায়গায় বললেন বন্দে ভারত! এঁরা বিজেপি সাংসদের নামে লজ্জা, এভাবেই তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।

একের পর এক বাঙালি মনীষীদের অবমাননার পরে সরব তৃণমূল। দাবি করা হয়, নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Cahttopadhyay) বলছেন বঙ্কিমদা! কয়েকদিন আগে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী ইন্দর সিং পারমার রাজা রামমোহন রায়কে বলেছিলে, তিনি নাকি দেশপ্রেমিক নন, সন্ত্রাসবাদী! এঁরা নাকি দেশপ্রেমিক! ধিক্কার! এরা কি আদৌ দেশপ্রেমিক? যাঁরা ‘বন্দে মাতরম্’ বলতে গিয়ে বারবার বন্দে ভারত বলে, তারা কোন মুখে দেশভক্তি, রাষ্ট্রবাদের কথা বলে?

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্রকে অপমান! প্রতিবাদ জানালেন প্রপৌত্র সজল

এখানেই থেমে থাকেনি তৃণমূল। সাংসদ অনুরাগ ঠাকুরকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, বিজেপির বড় আদরের সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সংসদে (parliament) দাঁড়িয়ে একবার নয়, দু’বার করে বন্দে মাতরম্-এর জায়গায় বললেন বন্দে ভারত! ক্ষমার অযোগ্য বিজেপির এসব নেতারা। যাদের দলের শীর্ষ নেতৃত্বই ভারতের মহান মনীষীদের অসম্মান করে, তাদের শাগরেদরা তো এমনই হবে। ধিক্কার!”

Related articles

ইন্ডিগো-র সিইও-কে এতদিনে তলব GDCA-র! মাঠে নেমে তদন্তে আধিকারিকরা

১০ ডিসেম্বর থেকে গোটা দেশে স্বাভাবিক হতে পারে ইন্ডিগো-র বিমান পরিষেবা। এমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সংস্থার তরফে।...

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩৬৯৫ কোটি! তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে

কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন...

উদয়-অনামিকার দাম্পত্যে ভাঙ্গন! টলিপাড়ার চর্চায় টেলিপর্দার রিয়েল লাইফ জুটি 

বছর শেষেই কি আরও এক বিচ্ছেদের খবর আসতে চলেছে টলিপাড়ায়? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) সোশ্যাল...

মেসিকে নিয়ে মোহনবাগানের অভিনব ভাবনা, উপহার তালিকায় থাকছে বিশেষ চমক

মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। কলকাতায় আসছেন লিও মেসি(Leo Messi)। মাত্র কয়েক ঘণ্টার ঝটিকা সফর,  কিন্তু তাতেই...
Exit mobile version