Friday, December 12, 2025

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

Date:

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা করেননি। পরে ১৯ তারিখে নয় জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে। তবুও পদত্যাগ না করায় রবিবার তিনজন কাউন্সিলর আস্থা ভোটের আহ্বান জানান। বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হওয়া আস্থা ভোটের আগেই গোপাল শেঠ এক্সিকিউটিভ অফিসারের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বসুর নির্দেশ মোতাবেক পদত্যাগ করছেন।

চেয়ারম্যান পদত্যাগের খবর বনগাঁবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বনগাঁ শহরে মিছিল বের হয়, ব্যান্ড বাজানো হয়, আবির খেলা হয়। পুরসভায় প্রবেশের সময় গঙ্গাজল ছিটিয়ে কাউন্সিলররা চেয়ারম্যানকে বিদায় জানান।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘গোপাল শেঠকে অনেক আগেই দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করা উচিত ছিল। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে, তবে এতে নিজের ভাবমূর্তিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মানুষের যে উচ্ছ্বাস ছিল, তাতে বোঝা যাচ্ছে ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। পুরপ্রধান হিসেবে গোপাল শেঠ যে ব্যর্থ, তা বনগাঁবাসীর কাছে পরিষ্কার।’’

তিনি আরও জানান, আজ কাউন্সিলরেরা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নিচ্ছেন। নতুন পুরপ্রধান নির্ধারণ না হওয়া পর্যন্ত পুরসভার কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। বনগাঁবাসীর চোখ এখন নতুন নেতৃত্বের দিকে থাকবে।

আরও পড়ুন – মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...
Exit mobile version