হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সুপারস্টার অশোক কুমারের অভিনয়ে আসা যেন নাটকীয় এক অধ্যায়। অভিনয় জীবনের শুরুতেই শুনতে হয়েছিল, চোয়াল এবং থুতনির গড়নের কারণে ছবির পর্দায় তিনি মানানসই নন। ২০০১ সালে ১০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান। তিনি লেখেন, ”চিরসবুজ দাদামণি, কিংবদন্তি চলচ্চিত্র আইকন, অশোক কুমারকে তাঁর মৃত্যুবার্ষিকীতে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা।”
Remembering the evergreen Dadamoni, the legendary film icon, Ashok Kumar, on his death anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2025
ভারতীয় ছায়াছবির ইতিহাসে ভাগলপুরের প্রবাসী বাঙালি এই পরিবার যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ। সেই পরিবারের বড় ছেলে কুমুদলাল সকলের দাদামণি হিসেবেই পরিচিত। ইন্ডাস্ট্রিতে এসেও তিনি সেই নামেই থেকে গেলেন। দর্শকদের মনেও তিনি সকলের দাদামণি। যদিও পরে সিনেমা জগতে এসে কুমুদলাল নাম বদলে তিনি অশোক কুমার (Ashok Kumar) হয়ে যান। অশোককুমারের দুই ভাই বিখ্যাত অভিনেতা. অনুপ কুমার গঙ্গোপাধ্যায় ও কিশোর কুমার গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, অশোক কুমার ও দেবিকা রানিকে প্রথম ভারতীয় সুপারস্টার নায়ক-নায়িকা বলা হত। তাঁদের ‘অচ্যুত কন্যা’, ১৯৩৬ সালে মুক্তি পেয়ে দর্শনকুলে রীতিমত সাড়া ফেলে দেয়।
–
–
–
–
–
–
–
–
