Wednesday, December 10, 2025

২১ মাসেও শ্বেতপত্র প্রকাশে ব্যর্থ কেন্দ্র, সংসদ চত্বরে সাদা কাগজ হাতে প্রতিবাদ তৃণমূলের

Date:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার (BJP government)। বাংলার বরাদ্দ যে শূন্য সে কথা তথ্য পরিসংখ্যান দিয়ে সকলের সামনে তুলে ধরেছেন অভিষেক। কিন্তু কেন্দ্র টানা মিথ্যাচার করে গেছে। এরপরই শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপর কেটেছে ২১ মাস। শ্বেতপত্র কই? বুধবার সংসদ চত্বরে সাদা কাগজ হাতে কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা (TMC MP’S)। উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), দোলা সেন (Dola Sen), রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), জুন মালিয়া, সাকেত গোখলে, ডেরেক ও ব্রায়েন, প্রতিমা মণ্ডল (Pratima Mondol), সাগরিকা ঘোষ, সায়নী ঘোষ (Sayani Ghosh), ইরফান পাঠান, কীর্তি আজাদ, মিতালী বাগ-সহ দুই কক্ষের প্রায় সব সাংসদরাই। শামিল হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও।

শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে কখনও বঞ্চনা তো কখনও এসআইআর ইস্যু নিয়ে সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। বন্দেমাতরম স্রষ্টা সাহিত্য সম্রাটকে প্রধানমন্ত্রী “বঙ্কিম দা” সম্বোধন করায়, মঙ্গলবার মনীষীদের ছবি হাতে মৌন ভাবে নিজেদের প্রতিবাদ জারি রেখেছিল তৃণমূল কংগ্রেস। বুধবার লোকসভা রাজ্যসভার সাংসদদের দেখা গেল সাদা কাগজ হাতে বিক্ষোভ দেখাতে।শ্বেতপত্র প্রকাশের দাবি, তাই সাদা কাগজে কিছু না লিখেই প্রতিবাদ করা হয়। সঙ্গে স্লোগান, ‘বাংলার বকেয়া কবে মেটানো হবে নরেন্দ্র মোদি জবাব দাও।’ অন্য বিরোধীরাও এই প্রতিবাদের সামিল হওয়ায় রাজ্যের শাসকদলের দাবি যে বৈধ, সেটা অন্য বিরোধী দলগুলির সমর্থনে আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠলো। এদিনের প্রতিবাদ কর্মসূচির প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একুশ মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। বাংলার কতটাকা বকেয়া রয়েছে। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু আজও কোনও শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। তাই আমরা আজ কেন্দ্রের এই নীরবতার প্রতিবাদ করছি।”

 

Related articles

চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিক পরীক্ষা (higher secondary exam) নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। চতুর্থ সেমিস্টারের (4th semester examination of...

চক্রবর্তী রাজাগোপালাচারীর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী 

চক্রবর্তী রাজাগোপালাচারী ১৮৭৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ...

অভিনেতা অশোক কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য বাংলার মুখ্যমন্ত্রীর 

হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সুপারস্টার অশোক কুমারের অভিনয়ে আসা যেন নাটকীয় এক অধ্যায়। অভিনয় জীবনের শুরুতেই শুনতে হয়েছিল,...

রাজ্যে ভরপুর শীতের আমেজ, উইকেন্ডের আগে আর পারদ পতন নয়

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল...
Exit mobile version