Wednesday, December 10, 2025

প্রতারণার অভিযোগ উঠতেই রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্বে না অভিনেতা রাহুলের!

Date:

প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের (Rahul Bose) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। দায়িত্ব নিয়েও হিমাচল প্রদেশের রাগবি অ্যাসোসিয়েশনকে (Rugby Association) সরকারি স্বীকৃতি দানের প্রতিশ্রুতি পূরণ করেননি বলে ‘অন্তহীন’ অভিনেতার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে হিমাচলের রাজ পরিবারের সদস্য এবার তা নিয়ে মুখ খুললেন রাহুল। স্পষ্ট জানালেন, তিনি সর্বদা সঠিক নিয়ম-নীতি মেনে জীবন কাটিয়েছেন।তাই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যে রটনা ছড়াচ্ছে সেই কথা মাথায় রেখে তিনি এখন এবং আগামীতেও রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্ব (Rugby India Presidency bid) কোনওভাবেই চাইছেন না।

মঙ্গলবার রাহুল বলেন, “আমার বন্ধু, সহকর্মী ও আমার সকল শুভানুধ্যায়ী যারা আছেন তাঁরা সকলেই আমাকে জানেন একজন সঠিক নিয়ম নীতি মেনে চলা একজন মানুষ। আমি কোনও কিছুর বিনিময়ে কিছুতে আপোস করি না। হিমাচল প্রদেশ রাগবি অ্যাসোসিয়েশনে আমার ভূমিকা নিয়ে যে নিন্দার ঝড় বইছে তা নিয়ে আমি বলব সবটাই আদালতের মাধ্যমে বিবেচনা করা হোক।” আজ থেকে বছর দুয়েক আগে রাগবি ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি হন রাহুল। সেই সময় তিনি রাগবি অ্যাসোসিয়েশনকে সরকারি স্বীকৃতি দানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ২০২৫ শেষ হতে চলল অথচ এই নিয়ে রাহুল কোন পদক্ষেপ করেননি বলে অভিযোগ হিমাচল প্রদেশের রাজ পরিবারের সদস্যা দিব্যা কুমারীর (Divya Kumari)। একইসঙ্গে বিভিন্ন রাজ্যের বাসিন্দা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য একাধিক ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) বানানোর অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। মামলা উঠেছে আদালতে। ডিসেম্বরের ১৮ তারিখ শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

রাজ্যে ভরপুর শীতের আমেজ, উইকেন্ডের আগে আর পারদ পতন নয়

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক! 

গোয়ার আরপোরায় ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক অজয় গুপ্তা। এর...

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...
Exit mobile version