Tuesday, December 30, 2025

‘নকল’ হুমায়ুনের ফুটেজ খেল কে: পর্দাফাঁস ‘বিদেশী’ ধর্মগুরুদের

Date:

Share post:

প্রচুর অর্থ অনুদান। বিপুল জন সমর্থন। বিদেশ থেকে ধর্মগুরুদের সমর্থন ও আশীর্বাদ। এই প্রচার করেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ (Babri Masjid) স্থাপন করার জন্য জনসমর্থন আদায় করছেন। মিডিয়ার শিরোনামে থাকার চেষ্টা করছেন। কিন্তু আদতে যে বিদেশী ধর্মগুরুদের (Qari) দেখিয়ে একটি সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অর্জন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir), আদতে সেই ধর্মগুরুরা কেউ বিদেশী তো ননই। বরং তাঁরা এই বাংলারই বাসিন্দা। এই খবর প্রকাশ্যে আসার পরে দায় ঠেলাঠেলি শুরু হুমায়ুনের। ধর্ম ও ইতিহাসকে হাতিয়ার করে হুমায়ুনের এই প্রচার দেখেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) কটাক্ষ করেছেন, দেখেছেন আজকাল নকল হুমায়ুন কেমন আসল বাবরের নামে ফুটেজ খায়?

সৌদি আরব (Saudi Arabia) থেকে দুই ধর্মগুরু বা ক্কারি (Qari) বাবরি মসজিদ প্রতিষ্ঠার মঞ্চে ৬ ডিসেম্বর হুমায়ুন কবীরের হাতে হাত রেখে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করেন। এমনটাই মঞ্চ থেকে সেদিন দাবি করেছিলেন হুমায়ুন। পরে দেখা যায় এই দুই ধর্মগুরুর (Qari) মধ্যে একজন মুর্শিদাবাদেরই বাসিন্দা। অন্যজন মেদিনীপুরের বাসিন্দা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বীকার করে নেন হুমায়ুন (Humayun Kabir)। এরপরই তিনি দাবি করছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি তাঁকে এক্ষেত্রে ভুল বুঝিয়েছেন। তাই বিদেশ থেকে ধর্মগুরু আসার বদলে রাজ্যের ধর্মগুরুদের দেওয়া হয়েছে।

সেখানেই প্রশ্ন, মঞ্চে কে উঠেছে তা কি জানতেন না হুমায়ুন? না কি তাঁর সহযোগী আয়োজকরা খোঁজ না নিয়ে ধর্মগুরুদের মঞ্চে তুলেছিলেন? এমনটাও কী হতে পারে? তবে তো ধর্মগুরুদের পরিচয় জানতেন হুমায়ুন। তারপরেও কেন তিনি তাঁদের বিদেশী বলে পরিচয় দিলেন, উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন : নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

এই মিথ্যাচারের পরে আবার হুমায়ুন দাবি করেছেন হায়দরাবাদ থেকে তাঁর শুভাকাঙ্খী তাঁর জন্য বাউন্সার (bouncer) পাঠিয়েছে। তারা আবার বন্দুকধারী। কিন্তু এই আগ্নেয়াস্ত্রের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ (West Bengal Police)। ফলে আদালতের দ্বারস্থ হুমায়ুন। কিন্তু সেই মামলা তিনি লড়ছেন কোথা থেকে? কলকাতায় এতদিন তিনি এমএলএ হস্টেলেই থাকতেন। কিন্তু তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে ঠিকানাই বদলে গেল ভরতপুর বিধায়কের। তিনি নিউটাউনে (New Town) বাইপাসের ধারে সেই বিলাশবহুল হোটেলে থাকছেন, যেখানে সাধারণত বিজেপির শীর্ষ নেতারা থাকেন, কলকাতায় এলে। সেখানেই প্রশ্ন উঠেছে হুমায়ুনের ধর্মীয় নেতা থেকে নিরাপত্তা – আসলে মদত দিচ্ছে কারা?

spot_img

Related articles

সবুজ সাথীর জোরদার প্রস্তুতি! ১০ লক্ষ সাইকেল কিনছে রাজ্য

রাজ্যের নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ১০ লক্ষ সাইকেল কেনার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।...

হাই কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য শিবির

কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই রাজ্যের মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য সচেতনতা...

নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ...

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর খরচে লাগাম! কড়া নির্দেশ DGHS-এর 

বেসরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও আইসিইউ পরিষেবার আকাশছোঁয়া খরচ এবং অস্বচ্ছ সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ...