Friday, December 12, 2025

করজোড়ে প্রণাম করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই নরেন্দ্র মোদির নামই ভুলে গেলেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangopadhyay)। এক ‘অনন্য’ বক্তৃতার সাক্ষী থাকল বুধবারের সংসদ (Parliament)। তমলুকের (Tamluk) সাংসদের কীর্তিতে হেসে ফেললেন বিজেপি সাংসদরাও।

সংসদের শীতকালীন অধিবেশন এসআইআর (SIR) ইস্যুতে সরগরম। বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে একে একে কাত বিজেপির সাংসদরা। তাঁদের ভুলে ভরা বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের (trolling) শিকার। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সংসদে বিজেপিকে সমর্থন দেখাতে কমলা জ্যাকেট পরে হাজির হয়েছিলেন তমলুক সাংসদ। রীতিমত বোগলে হাত গুঁজে নিজের বক্তৃতা শুরু করেন। সেখানেই বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম নিতে শুরু করেন তিনি। বলেন, এখন একজন প্রধানমন্ত্রী (Prime Minister) রয়েছেন। যাঁর নাম… (একটু থেমে) নরেন্দ্র… (আবার একটু থেমে) বাজপেয়ি। তাঁর এই বক্তব্য শুনেই সচকিত পিছনের সারিতে বসা বিজেপি সাংসদরা। রীতিমত আঁৎকে ওঠেন সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।

আরও পড়ুন : ‘বন্দেমাতরম’ মুখে আনতে সমস্যা! সংসদে ফের বিজেপির মন্ত্রীর বাংলা-বিরোধিতা

সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে বলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু ততক্ষণে যা গণ্ডগোল করার তিনি করে ফেলেছেন। আর স্বভাবসিদ্ধ বিজেপি নেতাদের ভঙ্গিতেই নাম ভুল বলার জন্য় তিনি কোনও ক্ষমাও চাননি। এমনকি নির্লজ্জভাবে সংসদে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, রাজ্যে যে কজন বিএলও (BLO) মারা গিয়েছেন তাঁরা নিজেদের কারণে মারা গিয়েছেন। তাঁরা কেউ এসআইআর-এর জন্য মারা যাননি।

Related articles

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...
Exit mobile version