Tuesday, January 20, 2026

চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষা (higher secondary exam) নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। চতুর্থ সেমিস্টারের (4th semester examination of Higher Secondary) পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবেন, তার একেবারে নিচে পরীক্ষক বা ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। পাশাপাশি জানিয়ে দেওয়া হল পরীক্ষার্থীদের কোন বাড়তি পাতা দেওয়া হবে না। জানা গেছে চতুর্থ সেমিস্টারে ২ নম্বর বা ৩ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। ৪ নম্বর বা ৫ নম্বরের প্রশ্ন খুব একটা বেশি থাকছে না। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র দেওয়া হবে সেখানেই পর্যাপ্ত পাতা রয়েছে। এর বাইরে কোনও লুজ শিটের প্রয়োজন হবে না।

উত্তরপত্রের শেষে ইনভিজিলেটরের সই করার প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান, “এ বছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। যাকে বলা হয় এন্ড অফ লাইন।ইনভিজিলেটর সই করা মানেই এরপর আর কোনও লেখা নেই। আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ।” এখানেই শেষ নয়, সংসদ (WBCHSE) মনে করছে পরীক্ষায় মনোমতো নম্বর না পেয়ে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে সেক্ষেত্রে অনেক বেশি পাতায় উত্তর লেখা হয়েছিল বলে দাবি করা হয়। তখন খাতা থেকে কোন পাতা হারিয়ে গেছে কিনা বা ছিড়ে গেছে কিনা সেটা প্রমাণ করতে হিমশিম খেতে হয় বোর্ডকে। তাই লুজ শিট না থাকলে এই ঝক্কি এড়ানো যাবে। এবছর পরীক্ষকের সঙ্গে যদি কোনও পরীক্ষার্থী দুর্ব্যবহার করেন সে ক্ষেত্রে তাঁকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন সংসদ-সভাপতি। ছয়টি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ের পরীক্ষায় এরকম কোনও ঘটনা ঘটলে এ বছরের মতো পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সরাসরি স্কুলকে জরিমানা করা হবে।

 

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...