Thursday, January 22, 2026

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

Date:

Share post:

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী শুভাংশু শুক্লা। ২০২৫ সালে তিনি টানা ১৮ দিন কাটিয়েছেন আর্ন্তজাতিক স্পেস স্টেশনে, যেখানে মাত্র ৯০ মিনিটে একবার পৃথিবীর চারিদিকে ঘূর্ণন সম্পন্ন হয়। সেই কারণে তিনি একদিনে ১৬ বার সূর্যোদয়-সূর্যাস্ত দেখেছেন। শুভাংশু বলেন, ‘‘এতবার দেখলেও মন ভরে না, মনে হয় আরও একবার দেখি।’’

শুভাংশু স্পেস স্টেশনের অভিজ্ঞতা বর্ণনা করতে করতে বলেন, ‘‘মহাকাশে গেলে জাতি, ধর্ম, দেশ সব হারিয়ে যায়। পৃথিবীর সঙ্গে এক অদ্ভুত একাত্মতার অনুভূতি হয়।’’ তিনি স্কুলছাত্রীদের সঙ্গে নিজের মজার মুহূর্তও ভাগ করেছেন। ‘‘ফুরসতে স্পেস স্টেশনে বল বানিয়ে কেচ কেচ খেলতাম,’’ বলার সঙ্গে সঙ্গে ছোটদের জন্য ভিডিও দেখিয়েছিলেন তিনি।

নভোচারী হিসেবে মহাকাশের মাইক্রোগ্র্যাভিটিতে কাটানো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভাংশু। ‘‘পৃথিবীতে যার ওজন ৬০ কেজি, সেখানে তার ওজন মাত্র ০.০৬ গ্রাম। চা-কাপ মাটিতে পড়ে না, ভেসে থাকে শূন্যে।’’ তিনি আরও বলেন, ‘‘মহাকাশ থেকে ফিরে অভ্যস্ত হতে কয়েক মাস সময় লাগে। অনেক সময় ভুলবশত শূন্যে মোবাইল বা জিনিসপত্র ছেড়ে দিয়েছি।’’

শুভাংশু এদিন শিক্ষাব্যবস্থার ওপরও আলোকপাত করেন। ‘‘এ দেশে শিক্ষা ব্যবস্থা এখনও আধুনিক নয়। আরও ব্যবহারিক এবং প্রয়োগনির্ভর শিক্ষার প্রয়োজন,’’ বলেন তিনি। তার অভিজ্ঞতা থেকে তিনি ছোটদের একটি বার্তা দেন—‘‘স্বপ্ন দেখো। মনে রেখো, স্কাই ইজ নট দ্য লিমিট।’’

প্রধানমন্ত্রীর সঙ্গে হিন্দিতে সংযোগ স্থাপনের ঘটনা শেয়ার করেও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘‘প্রথমবার কেউ হিন্দিতে আর্ন্তজাতিক স্পেস স্টেশনে কথা বলেছে।’’ দর্শকদের হাততালি আর উচ্ছ্বাসে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শুভাংশুর কথায়, মহাকাশে যাওয়া কোনও স্বাভাবিক ঘটনা নয়। ‘‘পৃথিবীর পরিচিত পথ, পাড়া, রাজ্য-দেশ ছেড়ে মহাকাশে যাওয়া ভয়ঙ্কর হলেও অভিজ্ঞতা অতুলনীয়।’’

আরও পড়ুন – SIR এখন গব্বর সিং-আতঙ্ক! সংসদে মোদি সরকারের বিরুদ্ধে সরব শতাব্দী 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...