সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল(East Bengal )। পাকিস্তানের করাচি সিটি এফসিকে ২-০ গোলে হারাল লাল হলুদ।ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। ৫ মিনিটে বক্সের মাথা থেকে ডান পায়ের অসাধারণ শটে প্রথম গোল করেন সুলঞ্জনা রাউল । প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল(East Bengal)। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় লাল হলুদের মহিলা ব্রিগেড। ৪৯ মিনিটে হেডে দ্বিতীয় গোল করেন রেস্টি নানজিরি।
এর আগে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল লাল হলুদ ব্রিগেড। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ শীর্ষে রয়েছে লাল হলুদ। এই ম্যাচ জিতে ফাইনালের পথে আরও একধাপ এগোলো ইস্টবেঙ্গল। এএফসি প্রতিযোগিতায় ভালো ফল না হলেও, সাফ চ্যাম্পিয়নশিপে তাঁরা দাপট দেখাচ্ছেন। এই টুর্নামেন্ট জেতাই ইস্টবেঙ্গলের লক্ষ্য।

সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষে পাকিস্তানের করাচি সিটি এফসি দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলালেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল সেই পথে হাঁটল না। ম্যাচ শেষে সৌজন্য দেখালেন লাল হলুদ ফুটবলাররা।

–

–

–

–

–



