Thursday, December 11, 2025

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

Date:

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যারা এখনও স্কুলে কর্মরত এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন, তাঁরা সকলেই যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

মামলাকারীরা দাবি করেছিলেন, যোগ্য হলেও চাকরি হারানো প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক। কিন্তু বিচারপতি অমৃত সিনহার এজলাসে কোনও নির্দেশ দেননি। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, আর যারা যোগ্য, তাঁরা এখনও চাকরিতে রয়েছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “প্রতিদিন একেকজন একেকটি দাবি নিয়ে হাইকোর্টে আসবে, কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করতে হবে। অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনও নির্দেশ দেবেন না। নতুন নিয়োগে যদি কোনও টেন্টেড প্রার্থী ঢুকে পড়ে, তা প্রমাণ করতে পারলে, তাঁর নাম নিয়োগ তালিকা থেকে বাদ পড়বে।”

তিনি আরও উল্লেখ করেছেন, যারা এখনও চাকরিতে রয়েছেন, তাঁরা আনটেন্টেড হিসেবে বিবেচিত হবেন। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই আদালতের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। যদিও মামলাকারীদের দাবি, এসএসসি’র নবম-দশম শ্রেণির পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য আলাদা আলাদা ক্যাটেগরি ভিত্তিক তালিকা প্রকাশ করা হোক। তবে, কমিশন সেই তালিকা আলাদা করে প্রকাশ করছে না।

আরও পড়ুন – দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...

SIR এখন গব্বর সিং-আতঙ্ক! সংসদে মোদি সরকারের বিরুদ্ধে সরব শতাব্দী 

নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনায় তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের উপদলনেতা শতাব্দী রায়। বুধবার তিনি অভিযোগ করেন, এসআইআর...
Exit mobile version