মাঝে মাত্র আর একদিন। তারপরেই কলকাতায় মেসি(Messi) ম্যাজিক। শনিবার যুবভারতীতে মেসির মেগা শো। একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মেসি অলস্টার(Messi All star) এবং ডায়মন্ডহারবার অলস্টার।১৫ মিনিট করে দুটো অর্ধ হবে। ৫ মিনিটের বিরতি। বর্তমান ফুটবলাররা নন, সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে প্রাক্তনীদের। অনেক দিন পর আবার সবুজ মেরুন জার্সিতে দেখা যেত ব্যারেটোকে। কিন্তু ব্রাজিলিয়ান তারকা নাম প্রত্যাহার করে নিয়েছেন।
১৪ জনকে নিয়ে গড়া হচ্ছে মোহনবাগান অলস্টার দল। ব্যারেটো না খেলা প্রসঙ্গে সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে ব্যারেটো ব্রাজিলিয়ান হওয়ায় আর্জেন্টিনা তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে চাইছেন না ব্যারেটো। মোহনবাগান দলে খেলতে পারেন সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টল পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। দলের কোচ থাকবে মানস ভট্টাচার্য। দীপেন্দু বিশ্বাস মহমেডান কর্তা বর্তমানে। কিন্তু দীর্ঘদিন খেলেছেন মোহনবাগানে। তাই দীপেন্দুকেও দলে রাখছে মোহনবাগান।

শুক্রবার গভীর রাতে কলকাতায় নামবেন, সকালে হোটেলেই থাকছে স্পনসরদের অনুষ্ঠান। লেক টাউন মোড়ের কাছে তাঁর নিজের সত্তর ফুটের মূর্তি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করতে পারেন।

মেসিকে সবুজ মেরুন জার্সি উপহার দিচ্ছে মোহনবাগান ক্লাব। তবে আর্জেন্টাইন মহাতারকাকে উপহার দেওয়ার জন্য ১৯১১’র অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ জার্সি। সেই জার্সিই মেসির হাতে তুলে দেবেন সচিব সৃঞ্জয় বসু ও সভাপতি দেবাশি, দত্ত।



