Sunday, December 14, 2025

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, সংসদ ভবনে তৃণমূল সাংসদদের মৌন প্রতিবাদ

Date:

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে এবার সংসদে অভিনব প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের (TMC)। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভে শামিল হয়েছে বিরোধীরাও। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? লক্ষ মানুষের একটাই প্রশ্ন, আমাদের পাওনা বেতন কোথায়? ২ বছর আগে শ্বেতপত্র প্রকাশের দাবি কোন কোনও সদুত্তর আসেনি। এই মর্মে আজ সংসদে অভিনব পদ্ধতিতে মৌন প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদরা।

প্রসঙ্গত, বুধবার সংসদ অধিবেশন শুরুর আগে মকর দ্বারের সামনে ‘সাদা কাগজ’ হাতে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল সাংসদরা(TMC MP)। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সাদা কাগজে কিছু না লিখে প্রতিবাদ জানান তারা। লোকসভা-রাজ্যসভা সব তৃণমূল সাংসদরা(TMC MP) ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মর্মে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একুশ মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। বাংলার কতটাকা বকেয়া রয়েছে, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু ২ বছর আগে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেও উত্তর আসেনি। তাই আজ কেন্দ্রের এই নীরবতার প্রতিবাদ করা হচ্ছে।

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...
Exit mobile version