শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের বিবিসি থেকে দ্য গার্ডিয়ান, স্পেনের মার্কা থেকে ফ্রান্সের লাঁ ইকুইপের মতো সংবাদ মাধ্যমে। সঙ্গে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবের ছবিও ছাপা হয়েছে।
স্প্যানিশ পত্রিকা মার্কা প্রতিবেদনের শিরোনাম করেছে– ‘চূড়ান্ত বিশৃঙ্খলা’! লেখা হয়েছে, ইন্টার মায়ামি তারকা মাঠে ঢুকে মাত্র ২০ মিনিটের মধ্যেই বেরিয়ে যান। অথচ স্টেডিয়াম ভর্তি মেসি-ভক্তরা হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন নায়ককে দেখার জন্য। প্রত্যাশাপূরণ না হওয়াতে তাঁরা ক্ষোভ উগড়ে দেন।
বিসিসি এই প্রতিবেদনে লিখেছে, মেসির(Messi) ভারত সফরের প্রথম পর্ব বিশৃঙ্খলায় ডুবে যায়। মোটা টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে ঢোকা হাজার হাজার দর্শক এসেছিলেন মেসিকে এক ঝলক দেখার জন্য। কিন্তু মেসি মাঠে ঢোকার পর এমন বিশৃঙ্খলা তৈরি হয় যে, গ্যালারি থেকে তাঁকে দেখতে পাননি দর্শকরা। মেসি কুড়ি মিনিটের মধ্যে মাঠ ছাড়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি তখনই হাতের বাইরে চলে যায়। গোটা ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত, তাও রয়েছে এই প্রতিবেদনে।
অন্যদিকে, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে লেখা হয়েছে, মেসি মাঠে আসার পর তাঁকে ঘিরে এমন বিশৃঙ্খল পরিস্থিতি এবং ভিড় তৈরি হয়েছিল যে, গ্যালারি থেকে দর্শকরা ভাল করে মেসিকে দেখতে পারেননি। তার পরেই ক্ষোভে ফেটে পড়ে স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর করেন দর্শকরা। মাঠে নেমে পড়ে বিক্ষোভ দেখান। ফরাসি পত্রিকা লাঁ ইকুইপ লিখেছে, মেসি মাঠে ঢুকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়লেও, তাঁকে ঘিরে থাকা মানুষদের ভিড়ের করাণে গ্যালারির দর্শকরা দেখতেই পারেননি ফুটবল তারকাকে। কুড়ি মিনিটের মধ্যে মেসি মাঠ ছাড়ার পরেই শুরু হয় বিক্ষোভ। নিউইয়র্ক টাইমসেও মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলার ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
