Monday, December 15, 2025

শিক্ষকের মাথায় ধরল বন্দুক ধরল ছাত্র! ভয়ংকর ঘটনা বিজেপি রাজ্যে

Date:

ভয়ঙ্কর ঘটনা বিজেপি রাজ্যে! সামনেই বোর্ড এক্সাম এদিকে পড়াশোনায় মন নেই তাই ওড়িশার (Odisha) কেন্দ্রপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক। গোটা ক্লাসের সামনে এই তিরস্কার মেনে নিতে পারেনি পড়ুয়া। কিন্তু তার ফল যে এত ভয়ানক হবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি গোটা স্কুল। হঠাৎ সেই ছাত্র বন্দুক বার করে ধরল শিক্ষকের মাথায়। ক্লাসরুমে আচমকা এই ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশে। ওড়িশা পুলিশ গুলি ভর্তি বন্দুক-সহ ১৪ বছরের ওই কিশোরকে আটক করেছে।

পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণীর ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডে (Juvenile justice board) হাজির করা হয়। আপাতত তাঁকে হস্টেল-কাম-অবজারভেশন হোম এবং স্পেশাল হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই পড়ুয়া সরকারি কড়ুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই প্রথম নয়, অনেকদিন ধরেই খারাপ রেজ়াল্ট এবং উৎশৃঙ্খল আচরণের জন্য তাঁকে শাসন করেছিলেন প্রধান শিক্ষক। শিক্ষকরাও একাধিকবার ওই নাবালকের বিরুদ্ধে পড়াশোনায় গাফিলতি এবং স্কুলে ঝামেলা সৃষ্টি করার জন্য তিরস্কার করেছিলেন। কিন্তু এদিন ছাত্রটি রিভলবার বের করে গুলি চালানোর শাসানি দেয় শিক্ষককেই।তাঁকে জেরা করে পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছে কীভাবে আগ্নেয়াস্ত্রটি পেলেন ছাত্রটি। তাঁর বাবা-মা এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশীয় রিভলবারটি বাজেয়াপ্ত করা হয়েছে। ছাত্রের ঘরও তল্লাশি করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...
Exit mobile version