Monday, December 15, 2025

যুবভারতী পরিদর্শনে মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটি, বিপুল অঙ্কের ক্ষতি স্টেডিয়ামের

Date:

যুবভারতী স্টেডিয়ামে(Yubha Bharati) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় শনিবার তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার যুবভারতী(Yubha Bharati) স্টেডিয়াম পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। এদিন ক্রীড়াঙ্গনের ভিতরে ভিডিয়োগ্রাফি করেন তদন্ত কমিটির সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন তারা।

 

তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি অসীম রায় (অবসরপ্রাপ্ত), মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্পোর্টস দফতরের সচিব। মেসিকে কোথা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গা দেখেন তাঁরা। গোটা বিষয়টি ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়। কার কি দায়িত্ব ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে, দ্রুততার সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে আজ রবিবার শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হল। বিধাননগর পুলিশ সূত্রে খবর, যুবভারতীর স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে ভাঙচুর হয়েছে  সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এই বিষয়ে ইমেলও করা হয়েছে।

শনিবারের পর রবিবারও যুবভারতী(Yubha Bharati) পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙাচোড়া যুবভারতী পরিদর্শন করেন রাজ্যপাল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবভারতীতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  গোলপোস্টের নেট ছেড়া হয়েছে। প্রচুর বাকেট সিট  ভাঙা হয়েছে, বাথরুম ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, যুবভারতীর টার্ফের ক্ষতি হয়েছে। ফলে যুবভারতীতে আবার কবে খেলা হবে তা নিয়ে সংশয় আছে।

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...
Exit mobile version