উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur, North Dinajpur) দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ গেল অষ্টম শ্রেণীর ছাত্রীর। ১২ বছরের নাবালিকা নাম কৌসেরা বেগম (Kousera Begam)। শনিবার গভীর রাতে দুই গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে ব্যাপক বোমাবাজি চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রফিক আলমের সঙ্গে নুর আলমের এলাকা দখলের লড়াই চলছিল। মৃতা নাবালিকার বাবা জাহিদ আলম রফিক আলমের অনুগামী। জাহিদের বাড়িতে হামলার ঘটনার ঘটনার জেরে ইসলামপুর থানার মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় উত্তেজনা ছড়ায়। দুপক্ষের গোলাগুলিতে প্রাণ হারায় নাবালিকা।
পুলিশ সূত্রে জানা গেছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছাত্রী মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতের পর রবিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “পুরনো কোনও জমি বিবাদের কারণে এই অশান্তি। খবর পেয়েছি। পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।” ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
