Thursday, January 29, 2026

কলকাতায় ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’, শিল্প ও বিনিয়োগে জোর রাজ্যের

Date:

Share post:

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’ (West Bengal Business and industry conclave)। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আটটি শিল্পক্ষেত্রে। এই ক্ষেত্রগুলি হল মণি-রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাকটর, পর্যটন, বস্ত্রশিল্প এবং ইস্পাতশিল্প। পাশাপাশি অন্যান্য শিল্পক্ষেত্রগুলিও আলোচনার আওতায় থাকবে বলে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কনক্লেভের প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে অবস্থান, বিনিয়োগের সম্ভাবনা এবং সাম্প্রতিক অগ্রগতির চিত্র সকলের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে সহযোগিতা করেছে, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরির মতো শিল্পপতিরা।

শুক্রবার নবান্নে এই কনক্লেভের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর মুখ্য প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আগামী ১৮ ডিসেম্বর ধনধান্য স্টেডিয়ামে কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কনক্লেভে রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরাও অংশ নেবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কনক্লেভের প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে অবস্থান, বিনিয়োগের সম্ভাবনা এবং সাম্প্রতিক অগ্রগতির চিত্র সকলের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে সহযোগিতা করেছে, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরির মতো শিল্পপতিরা।

কনক্লেভের দ্বিতীয় পর্যায়ে বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় পশ্চিমবঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা ও শহরতলির জলপথ পরিবহণের আধুনিকীকরণ, সুন্দরবনের নদী ও খাল সংস্কার, দ্বীপ এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দামোদর অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ পরিষেবা উন্নয়ন।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই এবারের বিজনেস কনক্লেভে বিশেষভাবে আটটি শিল্পক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে পর্যটন, তথ্যপ্রযুক্তি, ইস্পাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চর্মশিল্প, চিকিৎসা এবং ওষুধ সংক্রান্ত শিল্পগুলিকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই আটটি শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত দফতরগুলোকে আলাদা আলাদা প্রেজেন্টেশন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কনক্লেভে উপস্থিত অতিথিদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে, কেন এই শিল্পক্ষেত্রগুলিকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

spot_img

Related articles

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

ইমপার (eastern India motion pictures association) অফিসে আয়োজিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ে খোশ মেজাজে গোটা টলিউড (Tollywood)। বুধবারের ছবিটা...

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...