Tuesday, December 16, 2025

কলকাতায় ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’, শিল্প ও বিনিয়োগে জোর রাজ্যের

Date:

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’ (West Bengal Business and industry conclave)। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আটটি শিল্পক্ষেত্রে। এই ক্ষেত্রগুলি হল মণি-রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাকটর, পর্যটন, বস্ত্রশিল্প এবং ইস্পাতশিল্প। পাশাপাশি অন্যান্য শিল্পক্ষেত্রগুলিও আলোচনার আওতায় থাকবে বলে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কনক্লেভের প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে অবস্থান, বিনিয়োগের সম্ভাবনা এবং সাম্প্রতিক অগ্রগতির চিত্র সকলের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে সহযোগিতা করেছে, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরির মতো শিল্পপতিরা।

শুক্রবার নবান্নে এই কনক্লেভের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর মুখ্য প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আগামী ১৮ ডিসেম্বর ধনধান্য স্টেডিয়ামে কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কনক্লেভে রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরাও অংশ নেবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কনক্লেভের প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে অবস্থান, বিনিয়োগের সম্ভাবনা এবং সাম্প্রতিক অগ্রগতির চিত্র সকলের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে সহযোগিতা করেছে, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরির মতো শিল্পপতিরা।

কনক্লেভের দ্বিতীয় পর্যায়ে বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় পশ্চিমবঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা ও শহরতলির জলপথ পরিবহণের আধুনিকীকরণ, সুন্দরবনের নদী ও খাল সংস্কার, দ্বীপ এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দামোদর অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ পরিষেবা উন্নয়ন।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই এবারের বিজনেস কনক্লেভে বিশেষভাবে আটটি শিল্পক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে পর্যটন, তথ্যপ্রযুক্তি, ইস্পাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চর্মশিল্প, চিকিৎসা এবং ওষুধ সংক্রান্ত শিল্পগুলিকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই আটটি শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত দফতরগুলোকে আলাদা আলাদা প্রেজেন্টেশন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কনক্লেভে উপস্থিত অতিথিদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে, কেন এই শিল্পক্ষেত্রগুলিকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version