মুর্শিদাবাদে ফের এসআইআর আতঙ্কে (SIR Controversy) আত্মহত্যার অভিযোগ উঠল। সরকারি নথিতে নামের পদবি সংক্রান্ত ভুলের জেরে চরম মানসিক চাপে ভুগে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম জালাল উদ্দিন শেখ (৭৫)। তিনি বহরমপুর থানার অন্তর্গত সাহাজাদপুর গ্রামের বাসিন্দা।
আগামী ১৬ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগেই এই মর্মান্তিক ঘটনা সামনে এল। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নিজের নামের পদবি ভুল থাকায় নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন—এই আশঙ্কাতেই গভীর আতঙ্কে ভুগছিলেন জালাল উদ্দিন শেখ। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখের কাছে গিয়ে অভিযোগও জানান। আরও পড়ুন: নাগরিক পরিষেবায় নতুন মোবাইল অ্যাপ চালু বিধাননগর পুলিশ কমিশনারেটের
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (১৪ তারিখ) সকালে জমিতে কাজ করার সময় বিষ পান করেন ওই বৃদ্ধ। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা জানান তিনি। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখও দাবি করেছেন, এসআইআর সংক্রান্ত আতঙ্ক থেকেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন বৃদ্ধ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি কতটা গভীর, তা ফের একবার সামনে এল।
–
–
–
–
–
–
