Monday, December 15, 2025

নাগরিক পরিষেবায় নতুন মোবাইল অ্যাপ চালু বিধাননগর পুলিশ কমিশনারেটের

Date:

মানুষের স্বার্থে পরিষেবা আরও সহজ ও দ্রুত করতে নতুন মোবাইল অ্যাপ চালু করল এবার বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police)। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সাথে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। এই ডিজিটাল প্ল্যাটফর্ম থাকলে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং পরিষেবাও অনেক তাড়াতাড়ি পাবেন তারা। অ্যান্ড্রয়েড ফোনে গুগ্‌ল প্লে স্টোরে এবং আইফোনে অ্যাপ স্টোরে গিয়ে নতুন এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপের লক্ষ্য হল দ্রুত প্রক্রিয়া এবং পরিষেবার স্বচ্ছতা বাড়ানো। শুধু তাই নয়, এই প্রযুক্তির সাহায্যে নাগরিক ও পুলিশের মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব বলেই মনে করা হচ্ছে।

কোন সমস্যা থাকলে নতুন এই অ্যাপের সাহায্যে থানায় আর যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনেই অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগ কোন পর্যায়ে রয়েছে, সেই স্ট্যাটাসও অ্যাপের মাধ্যমেই জানা যাবে। পুলিশ সূত্রে খবর, নাগরিক নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে এসওএস বা প্যানিক বাটনের সুবিধা থাকছে। মহিলা ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই অ্যাপ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। অ্যাপের মধ্যে সংশ্লিষ্ট থানার ঠিকানা, ফোন নম্বর এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তথ্য দেওয়া থাকছে। হারানো মোবাইল ফোন বা গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত অভিযোগও এই অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করা যাবে। এছাড়া থাকবে ট্রাফিক সংক্রান্ত সবরকম তথ্য, নিয়মাবলি ও জরুরি হেল্পলাইন নম্বর। আরও পড়ুন: বিহারের ট্রেনে আতঙ্কের পরিস্থিতি, ট্রেনের শৌচালয়ে আশ্রয় মহিলার

Related articles

১৮ তারিখ থেকেই বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, রয়েছে বিশেষ আলোকসজ্জা

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিন থেকেই...

মন্দিরে ঢুকতে হলে বাবা-মাকে নিয়ে এসো! উত্তরপ্রদেশ পুলিশের আজব নিদান

যোগীরাজ্য উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা যে কোন তলানিতে তা কেন্দ্রের সরকারের পরিসংখ্যানেই প্রমাণিত। এবার মেয়েদের নিরপত্তার দায়িত্ব নিতে অস্বীকার...

বন্ডিতে বন্দুকধারীকে খালি হাতে কাবু ফলবিক্রেতা আহমেদের

সিডনির বন্ডি সমুদ্রসৈকতে (Bondi Beach Attack) বন্দুকধারী আততায়ীকে খালি হাতে কাবু করে নজির গড়লেন স্থানীয় ফলবিক্রেতা আহমেদ আল...

মহিলাদের বিয়ে করা শুধু শোয়ার জন্য! কেরালার বাম নেতার নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড়

এই না কি প্রগতিশীল দল! কেরালার (Kerala) মালাপ্পুরমের থেনেলা পঞ্চায়েতে জয়ী বাম নেতা সৈয়দ আলি মজিদ (Syad Ali...
Exit mobile version