Monday, December 15, 2025

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত (Anupom Dutta) খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাকপুর আদালত (Barrackpore Court)।  সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত ও জিয়ারুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২২-এর ১৩ মার্চ আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে অনুপমকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor)।

সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে আটক করে পুলিশ (Police)। কিছুদিন পরে গ্রেফতার হন বাপি এবং জিয়ারুল। যদিও বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। এদিন তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকের নির্দেশের পরে তাঁকে আদালত থেকেই ফের গ্রেফতার করা হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন অনুপমের (Anupom Dutta) স্ত্রী মীনাক্ষী দত্ত। তিনি জানান এই বিচারে তিনি খুশি। দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেই আশাবাদী তিনি।
আরও খবরভাইয়ের খুনের বদলা? তৃণমূল নেতার ভাইকে কুপিয়ে হত্যা

তদন্তে নেমে বারাকপুর পুলিশ কমিশনারেট জানতে পারে তৃণমূল কাউন্সিলরের খুনের সুপারি দিয়েছিলেন বাপি। অন্য এক দুষ্কৃতীকে সুপারি দেওয়া হলেও সেই ব্যক্তি কাজটি না করায় পুর ভোটের পরে অমিতকে এই দায়িত্ব দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট থেকে বাপি জামিনে ছাড়া পেয়েছিলেন। তবে অবশেষে বাপি-সহ তিন জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। সূত্রের খবর, ১৭ ডিসেম্বর ৩ জনের শাস্তি ঘোষণা করা হবে।

Related articles

১৮ তারিখ থেকেই বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, রয়েছে বিশেষ আলোকসজ্জা

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিন থেকেই...

মন্দিরে ঢুকতে হলে বাবা-মাকে নিয়ে এসো! উত্তরপ্রদেশ পুলিশের আজব নিদান

যোগীরাজ্য উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা যে কোন তলানিতে তা কেন্দ্রের সরকারের পরিসংখ্যানেই প্রমাণিত। এবার মেয়েদের নিরপত্তার দায়িত্ব নিতে অস্বীকার...

বন্ডিতে বন্দুকধারীকে খালি হাতে কাবু ফলবিক্রেতা আহমেদের

সিডনির বন্ডি সমুদ্রসৈকতে (Bondi Beach Attack) বন্দুকধারী আততায়ীকে খালি হাতে কাবু করে নজির গড়লেন স্থানীয় ফলবিক্রেতা আহমেদ আল...

মহিলাদের বিয়ে করা শুধু শোয়ার জন্য! কেরালার বাম নেতার নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড়

এই না কি প্রগতিশীল দল! কেরালার (Kerala) মালাপ্পুরমের থেনেলা পঞ্চায়েতে জয়ী বাম নেতা সৈয়দ আলি মজিদ (Syad Ali...
Exit mobile version