ভাইয়ের খুনের বদলা অভিযুক্তকে খুন (Revenge Killing) করে! ঘটনাটি ঘটেছে রবিবার মাঝরাতে ফরাক্কা থানার এনটিপিসির কেন্দুয়া অ্যাশপন্ডে। মৃত যুবকের নাম আলম শেখ(৪৮)। তিনি অ্যাশপন্ডের নাইট গার্ড ছিলেন। রবিবার কাজে যাওয়ার পথেই তাঁর উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পান্না শেখ নামে ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে ভাইকে খুন করার বদলা নিতেই তিনি পরিকল্পনা করে গ্রামে ফিরে এসেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে ফারাক্কা থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। গ্রাম্য বিবাদের জেরে জোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত পান্না শেখের ভাই তৌফিক শেখ খুন হন। অভিযোগ ওঠে তৌফিককে বাড়ি থেকে তেনে হিঁচড়ে বার করে পিটিয়ে খুন করেছে মৃত আলম শেখ ও তাঁর সঙ্গীরা। আলম শেখ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয় ফরাক্কা থানায়। পুলিশ তাদের গ্রেফতার করে। দীর্ঘদিন হাজত বাসের পর জামিনে মুক্তি পায় আলম শেখ। ভাই তৌফিক শেখের খুনের পর দাদা পান্না শেখ প্রাণনাশের আশঙ্কায় গ্রাম ছেড়ে পালিয়ে যায়। মাস দু’য়েক আগে পান্না শেখ জোড়পুকুরিয়া গ্রামে ফিরে এসে বসবাস শুরু করে বলে জানা গিয়েছে।
অভিযোগ উঠেছে রবিবার পান্না শেখ-সহ কয়েকজন আলম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলম শেখের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের দাদা নবী শেখ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা। তিনি
জানান, “পান্না গ্রামে ফিরে আসার আশঙ্কায় ছিলাম। নতুন করে গ্রামে সে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল। কিন্তু ভাবতে পারিনি যে ভাইকে ও নৃশংসভাবে খুন করবে।” এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। কী কারণে এই খুনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
–
–
–
–
–
–
–
