Monday, December 15, 2025

বিজেপির দিল্লিতে আন্তর্জাতিক লজ্জা! পিছোলো মেসির অনুষ্ঠান, বাতিল ৬০-এর বেশি বিমান

Date:

দিন দিন অবস্থার অবনতি রাজধানী দিল্লিতে। এবার সেই দূষণে আন্তর্জাতিক লজ্জার মুখে পড়তে হল গোটা দেশকে। একদিকে লিওনেল মেসির (Lionel Messi) গোট কনসার্ট (G.O.A.T. Concert) পিছিয়ে গেল এই দূষণের জেরে। অন্যদিকে সিঙ্গাপুর (Singapore) নিজেদের বাসিন্দাদের জন্য বিশেষ নির্দেশিকা বের করেছে যেখানে তাঁদের ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। সোমবার সকাল থেকে দূষণের (Delhi pollution) জেরে ৬০টির বেশি বিমান বাতিল (flight cancelled) করেছে দিল্লি বিমান বন্দর। ঘুরিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৫টির বেশি বিমান।

সোমবার লিওনেল মেসির গোট কনসার্টের শেষ অনুষ্ঠান রাজধানী দিল্লিতে। রবিবার মুম্বইয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার সকালেই নিজস্ব চার্টার ফ্লাইটে দিল্লি পৌঁছনোর কথা ছিল মেসি ও তাঁর বন্ধুদের। কিন্তু সাড়ে দশটাতেও মুম্বই থেকে রওনা দিতে পারেননি মেসি (Lionel Messi)। দিল্লি বিমান বন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ দূষণের জেরে দৃশ্যমানতা কম হওয়ায় উড়ানের অনুমতি দেয়নি। ফলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের জন্য অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।

সোমবার সকাল থেকে দিল্লির যে চেহারা প্রত্যক্ষ করেন রাজধানীর বাসিন্দারা, তা এককথায় অভাবনীয়। সবথেকে খারাপ অবস্থা হয় নয়ডার। বাধ্য হয়ে দিল্লি প্রশাসন দূষণের গ্রাপ ফোর বিধি লাগু করতে বাধ্য হয়। ঘন কুয়াশায় ঢেকে যায় বিমান বন্দরও। দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত বাতিল হয়েছে প্রায় ৬০টি বিমান। ঘুরিয়ে দেওয়া হয়েছে ৫টি বিমান।

এরপরই সিঙ্গাপুর (Singapore) প্রশাসনের তরফে নিজেদের দেশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, দিল্লি প্রশাসন নিজেদের বাসিন্দাদের যতটা সম্ভব ঘরে থাকার নির্দেশ (advisory) জারি করেছে। সেই একই নির্দেশ যেন সিঙ্গাপুরের বাসিন্দারাও দিল্লিতে থাকাকালীন পালন করে চলেন। সেই সঙ্গে বহু বিমান বাতিল হয়েছে। তাই যে কোনও সফরের আগে যেন তাঁরা বিমানের তালিকা দেখে নিয়ে যাত্রা করেন।

আরও পড়ুন : কোথায় গেল ‘পুজ্য বাপু’! গান্ধীজির নাম সরিয়ে রাম-নাম প্রতিষ্ঠার চেষ্টায় তোপ তৃণমূলের

সম্প্রতি ইন্ডিগো সমস্যায় (Indigo crisis) ব্যাপকভাবে গোটা দেশের বিমান পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও সেই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তার মধ্যেই আবার এই দিল্লি দূষণ। তার জেরে এবারা ফের বিমান বাতিলের ঘটনায় সোমবার সকাল থেকে নাকাল বিমান বন্দর কর্তৃপক্ষ। বিমান বাতিলের কারণে আটকে পড়া যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Related articles

বন্ডিতে বন্দুকধারীকে খালি হাতে কাবু ফলবিক্রেতা আহমেদের

সিডনির বন্ডি সমুদ্রসৈকতে (Bondi Beach Attack) বন্দুকধারী আততায়ীকে খালি হাতে কাবু করে নজির গড়লেন স্থানীয় ফলবিক্রেতা আহমেদ আল...

মহিলাদের বিয়ে করা শুধু শোয়ার জন্য! কেরালার বাম নেতার নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড়

এই না কি প্রগতিশীল দল! কেরালার (Kerala) মালাপ্পুরমের থেনেলা পঞ্চায়েতে জয়ী বাম নেতা সৈয়দ আলি মজিদ (Syad Ali...

অ্যাশেজের লড়াই ভুলে এক সুর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের, মানবিক আবেদন কামিন্সের

অস্ট্রেলিয়ায় চলছে অ্যাশেজ সিরিজ। তারই মধ্যে সিডনিতে ইহুদিদের হানুক্কা উৎসবের প্রথম রাত উদযাপনে বন্দুকবাজদের হামলায় এখনও পর্যন্ত মৃত্যু...

খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ফের SIR আতঙ্কে মুর্শিদাবাদে আত্মহত্যার অভিযোগ

মুর্শিদাবাদে ফের এসআইআর আতঙ্কে (SIR Controversy) আত্মহত্যার অভিযোগ উঠল। সরকারি নথিতে নামের পদবি সংক্রান্ত ভুলের জেরে চরম মানসিক...
Exit mobile version