Monday, December 15, 2025

দেবতার বিশ্রাম নেই! বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা শীর্ষ আদালতের

Date:

Share post:

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত (Supreme Court)! সোমবার উত্তর প্রদেশের (Utter Predesh) বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে (Banke Bihari Temple) দর্শনের সময় এবং অন্যান্য ধর্মীয় রীতিনীতি পরিবর্তনের বিষয়ে একটি আবেদনের পর নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিকভাবে মন্দিরের পুরোহিতরা যে গোস্বামী সম্প্রদায়ের সদস্য, তাঁদের দায়ের করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানিয়েছে দুপুরে মন্দির বন্ধ করার পরে তাঁরা দেবতাকে এক মিনিটের জন্যও বিশ্রাম নিতে দেন না, তাঁরা এই সময়ে সবচেয়ে বেশি সুযোগের সদ্ব্যবহার করেন।”

বৃন্দাবনের বিশ্ববিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের (Banke Bihari Temple) দর্শন ও অন্যান্য সময়সূচি পরিবর্তন নিয়ে মামলার শুনানিতে এদিন কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের এই পর্যবেক্ষণ নিয়ে ভক্তমহলে বেশ চর্চা শুরু হয়েছে। ‘VIP কালচার’কে বাঁকে বিহারী মন্দিরে দায়ী করা হচ্ছে। গোস্বামী সম্প্রদায়ের অভিযোগ ‘VIP কালচার’-এর ফলে মন্দিরের সময়সূচি পরিবর্তন করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এই সম্প্রদায়ের থেকে বংশপরম্পরায় এই মন্দিরের পূজারি নির্ধারণ করা হয়। এবার সেই গোস্বামীরা সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেছে । তাঁরা জানান, ঋতু বদল মেনে মন্দিরের সময়সূচি বদলানো হয়। দুপুরে কিছু সময় মন্দির বন্ধ রাখা হয় ভগবানের বিশ্রাম বা ঘুমনোর জন্য কিন্তু প্রশাসন সেই কথা মানতে নারাজ। দুপুরে ভগবানের বিশ্রামের সময় বিশেষ দর্শনের জন্য ঠিক করা হয়েছে। এই সময়ে সাধারণ মানুষ মন্দিরে ঢুকতে পারেন না। এমনকি মোটা টাকার বিনিময়ে এই বিশেষ দর্শনের সুযোগ পাওয়া যায়। তাই ভগবানের বিশ্রামের নিয়ম ব্যাহত হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
আরও খবরমহিলাদের বিয়ে করা শুধু শোয়ার জন্য! কেরালার বাম নেতার নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড়

প্রশাসনের সিদ্ধান্তকে নিশানা করেই এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, ‘আপনারা ভগবানকে বিশ্রাম নিতে দেন না…যখন মন্দির সাধারণের জন্য বন্ধ থাকে, তখন আপনারা মোটা অঙ্কের টাকা নিয়ে পুজো করার সুযোগ করে দেন!’’ উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসন, জেলা আধিকারিক এবং মন্দির পরিচালন কমিটিকে এরপরেই সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই হাই-প্রোফাইল মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের...

যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

কলকাতায় মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলার ঘটনার ঘটে। তার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগরের পুলিশ নয় এবার থেকে...

পাঁচ সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের! মৃত ৩ কন্যা

ভয়ানক ঘটনা নীতীশ কুমারের বিহারে (Bihar)! মুজফ্‌ফরপুরে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ ছেলেমেয়েদের ঘরে ডেকে এনে উঁচু...