এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই সেই প্রতিশ্রুতির বাস্তব চিত্র সামনে এসেছে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বনগাঁ মহকুমার মতুয়া অধ্যুষিত এলাকায় বিপুল সংখ্যক ভোটারের নাম না থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বনগাঁ মহকুমার চারটি বিধানসভা—বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা মিলিয়ে মোট ৮৬ হাজার ১৭৫ জনের নাম খসড়া তালিকায় নেই। বাদ পড়া তালিকায় মৃত, স্থানান্তরিত ও অন্যান্য শ্রেণির ভোটারের পাশাপাশি বহু মতুয়া উদ্বাস্তু মানুষের নাম রয়েছে বলে অভিযোগ। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বনগাঁ উত্তর বিধানসভায়—২৬ হাজারেরও বেশি। বাগদা কেন্দ্রে ২৪ হাজার ৯২৭ জন, গাইঘাটা থেকে ১৬ হাজার ৬৪২ জন এবং বনগাঁ দক্ষিণে ১৮ হাজার ৫৬৩ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই বলে জানা গিয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর থেকেই মতুয়া ঠাকুরবাড়ি এবং সংলগ্ন এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর-এর মাধ্যমে পরিকল্পিত ভাবে মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, এই বিষয়টি নিয়ে দল দিল্লিতে প্রতিবাদ আন্দোলনে যাবে। খসড়া তালিকা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বনগাঁ মহকুমায়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সংশোধনের সুযোগ মিললেও, আপাতত অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছেন হাজার হাজার ভোটার।
আরও পড়ুন- কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের
_
_
_
_
_
_
_
