Thursday, January 8, 2026

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস কমিশন (Election Commission)। এবার নাগরিকদের নিজেদের পরিচয় প্রমাণ করতে ছুটে বেড়ানোই দস্তুর। সেই ভুলের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভুল প্রকাশ্যে আসে সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammed Salim) ক্ষেত্রে। তালিকায় দেখা যায়, সেলিম-নন্দনের নামের ক্ষেত্রে, সেলিম ও তাঁর ছেলের শেষের নাম এসেছে ‘অবস্থি’ (Awasthi), যা সাধারণত ব্রাহ্মণদের (Brahmin) হয়। তা দেখে শাসকদল তৃণমূলের কটাক্ষ, বারবার এলাকা বদল করে ভোটে প্রার্থী হওয়ায় এমন পরিচিতি প্রাপ্তি হতে পারে।

মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে যে খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশ পেয়েছে তাতে নাম রয়েছে মহম্মদ সেলিমের (Mohammed Salim) পুত্র অতীশ আজিজের। কিন্তু তাঁর শেষ নাম রয়েছে – অবস্থি (Awasthi), যা কোনও কনৌজ ব্রাহ্মণের পরিচয়। আত্মীয়ের নামের জায়গায় মহম্মদ সেলিমের নাম রয়েছে। কিন্তু সেখানেই চাঞ্চল্য। মহঃ সেলিমের শেষ নাম রয়েছে অবস্থি। আর এই ভুলের কথা জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদকও (state secretary)।

সিপিআইএম রাজ্য সম্পাদক এখনও পর্যন্ত লোকসভা (Loksabha Election) ও বিধানসভা নির্বাচনে (Assembly Election) রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রার্থী হয়েছেন। কখনও হুগলি, তো কখনও মুর্শিদাবাদ, এমনকি উত্তর দিনাজপুরও বাদ পড়েনি। সেলিমের পরিযায়ী প্রার্থী হওয়ার প্রসঙ্গ টেনেই এই ভুল নিয়ে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূলের। নির্বাচন কমিশনের ভুল যে প্রমাণিত, তাতে কোনও সন্দেহ নেই। তবে সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের একাধিক জেলায় প্রার্থী হওয়াও কারণ হতে পারে, সন্দেহ তৃণমূলের।

আরও পড়ুন : আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

খসড়া তালিকায় নামের ভুল নিয়ে কটাক্ষ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, সিপিএমের কোনও কোনও নেতা ঘুরে ঘুরে দাঁড়ান আর ঘুরে ঘুরে হারেন। তখন তাঁরা আবার ঘুরে ঘুরে আসন বাছার ক্ষেত্রে ধর্মের আনুপাতিক হার দেখে আসন বাছেন। ফলে তাঁদেরই কখনও হিন্দু, কখনও অন্য সাজতে হয়। সেই সময়ই হয়তো এরকম ভুল হয়ে থাকবে।

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...