ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর খবর এসেছে। উদমপুর জেলার এক জঙ্গল ঘেরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মিলতেই সোমবার রাতে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী।গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথদল। হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব ভারতীয় সেনার। দু পক্ষের গোলাগুলিতে মৃত্যু হয় এক পুলিশকর্মীর।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ছটা থেকেই অপারেশন শুরু হয়। মঙ্গলের সকালেও চলছে তল্লাশি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে এক জঙ্গি জখম হয়েছে বলে খবর মিলেছে।
–
–
–
–
–
–
–
–
