সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে (Rana Balachauria) গুলি করে দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সিধু মুসাওয়ালার হত্যাকারী বামবিহা গ্যাং।
সোমবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। সেলফি তোলার বাহানায় খুব কাছ থেকে রানার মুখে এবং শরীরের উপরে অংশে চার থেকে পাঁচটি গুলি করা হয়। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। কবাডি টুর্নামেন্টে গান গাইতে আসার কথা ছিল একজন বিখ্যাত পাঞ্জাবি গায়কের। তাঁকে মারার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।বামবিহা গ্যাংয়ের তরফে একটি পোস্টে বলা হয়েছে, রানা তাদের বিরোধী জগ্গু ভগবানপুরিয়া এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করছিলেন বলেই নাকি তাঁকে খুন করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
