Wednesday, December 17, 2025

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

Date:

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রানীল সেন। তিনি জানান, “এই অনুষ্ঠানটি মাননীয়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। ‘আমরা ধর্ম আমার, ধর্ম তোমার উৎসব সবার’ এই ভাবনায় বিশ্বাস করি।” তিনি জানান, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হয়। চলতি বছরে এই উৎসবে ১৫ বছরে পা দিতে চলেছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর এবং অ্যাপিজে সুরেন্দ্র গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে, কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। এই উৎসব চলবে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। তিনি আরও জানান, ক্রিসমাস উৎসবের আবহে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকা বিশেষ আলোকসজ্জা ও ব্র্যান্ডিংয়ে সজ্জিত করা হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্নাক স্ট্রিট এলাকায় বসবে বিশেষ বাস্কিং প্রোগ্রাম। উদ্বোধনের পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে কলকাতা পুলিশ। এরপর ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত পর্যটন দফতরের উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version