থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল উত্তর গোয়ার (Goa) ‘অভিশপ্ত’ নৈশক্লাবের দুই মালিক—’লুথরা ব্রাদার্স’ ওরফে সৌরভ ও গৌরব লুথরাকে। মঙ্গলবার ব্যাংকক থেকে রওনা দিয়ে বিমানটি দুপুর ২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। পৌঁছানোর আগেই বিমানবন্দরে উপস্থিত ছিল গোয়া পুলিশ। নামার সঙ্গে সঙ্গেই সৌরভ ও গৌরব লুথরাকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতের মধ্যেই ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে গোয়ায় ফিরবে গোয়া পুলিশ। তাঁদের বিরুদ্ধে যথাযথ নিরাপত্তা অনুমতি ও লাইসেন্স ছাড়াই নৈশক্লাব পরিচালনার অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নাইটক্লাব চালানোর অভিযোগেই মূলত ব্যাংকক থেকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর গভীর রাতে উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় একটি জনপ্রিয় নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই লেলিহান আগুন গ্রাস করে নেয় গোটা ক্লাবটি। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষের দাবি, মৃতদের মধ্যে ২০ জনই ক্লাবের কর্মী, বাকি পাঁচজন অন্য রাজ্য থেকে গোয়ায় বেড়াতে এসেছিলেন। আরও পড়ুন: ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

প্রাথমিক তদন্ত অনুযায়ী, ক্লাবের ভিতরে জ্বালানো বৈদ্যুতিক ফায়ারক্র্যাকার বা ফায়ার শো থেকেই আগুন লাগে। এফআইআর অনুযায়ী, অভিযুক্ত সৌরভ ও গৌরব লুথরা কোনওরকম পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম কিংবা জরুরি নির্গমন পথের ব্যবস্থা না রেখেই ওই ফায়ার শো আয়োজন করেছিলেন। এই অবহেলার ফলেই এত বড় প্রাণহানির ঘটনা ঘটে বলে তদন্তকারীদের প্রাথমিক মত। অগ্নিকাণ্ডের পরপরই সৌরভ ও গৌরব লুথরা দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান। পরে থাইল্যান্ডে তাঁদের আটক করা হয় এবং কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হয়। গোয়া সরকার এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। ভারতীয় দণ্ডবিধির ১০৫, ১২৫, ১২৫(এ), ১২৫(বি)-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন এবং চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। অন্যদিকে, গোয়াকাণ্ডে বম্বে হাই কোর্টের মন্তব্য, গোয়া নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে তো দায় নিতেই হবে। গোয়ার ওই ঘটনায় আগে থেকেই একটি মামলা চলছে আদালতে। ওই মামলাটিকে জনস্বার্থ মামলায় বদলে দিয়েছে হাই কোর্টের গোয়া বেঞ্চ।

–

–

–

–

–

–

–


