যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির পরামর্শ মেনেই কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। শুধু উচ্চ পদস্থ পুলিশ কর্তারাই নন, কঠোর পদক্ষেপ গ্রহণ করা আমলাদের বিরুদ্ধেই।
মুখ্যমন্ত্রীর কাছে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অরূপ বিশ্বাস, পাশাপাশি ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রিটারি রাজেশ কুমার সিনহাকে(Rajes Sinha) শো-কজ করা হয়েছে। অরূপ বিশ্বাসের আমলে রাজেশ সিনহা (Rajes Sinha)প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাজ করেছে। তাঁর নেতৃত্বে একাধিক কাজ হয়েছে। কিন্তু মেসি কাণ্ডে বিশৃঙ্খলার পর কঠোরতর পদক্ষেপ নিল রাজ্য সরকার, সেখানে বাদ দেওয়া হল না ক্রীড়া দপ্তরের শীর্ষ পদে থাকা আমলাকে। রাজেশ সিনহাকে জবাব দিতে হবে যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ড নিয়ে। সেদিন কী ঘটনা ঘটেছিল তা নিয়ে জানাতে হবে ক্রীড়া দফতরের সচিবকে।
এখানেই শেয় নয় যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল দায়িত্বে থাকা সিইও দেবকুমার নন্দকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। মুখ্য সচিবের অফিস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসর প্রাপ্ত WBCS অফিসার দেব কুমার নন্দকে তাঁর দায়িত্বকে এখনই অব্যাহতি দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে মেসি কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। মেসি ইভেন্টের সঙ্গে জড়িয়ে ছিল রাজ্যের ক্রীড়া দফতর। কারণ ক্রীড়া দফতরের সিলমোহর ছিল টিকিটের উপরে। ফলে দায় থাকে ক্রীড়া দফতরেরও।
–
–
–
–
