Friday, January 9, 2026

দূষণের জের: বাড়ছে উড়ান বাতিলের সংখ্যা, দিল্লিতে ৫০% ওয়ার্ক-ফ্রম হোমের নির্দেশ

Date:

Share post:

দূষণ কমার লক্ষ্ণণই নেই। নিয়মের পর নিয়ম আরোপ করেই দিল্লির রেখা গুপ্তা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে চরম ব্যর্থ। তার প্রমাণ ফের মিলল বুধবার। প্রাথমিকভাবে সকাল থেকে বেশ কিছু উড়ান বাতিল (flight cancellation) হওয়ার পরে ফের বেলা বাড়তে বাড়ল উড়ান বাতিলের সংখ্যা। সেই সঙ্গে রাজধানীর সরকারি ও বেসরকারি কর্মীদের ৫০ শতাংশের ওয়ার্ক ফ্রম হোমের (work from home) নির্দেশ জারি করল দিল্লি প্রশাসন। সেই সঙ্গে দূষণে ছাড় না থাকা গাড়ির প্রবেশে কড়া পদক্ষেপ নেওয়া শুরু বুধবার থেকেই।

ইতিমধ্যেই দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হাইব্রিড মোডে (hybrid mode) ক্লাস নেওয়ার নির্দেশ জারি হয়েছিল। প্রাথমিক বিভাগে অনলাইন ক্লাস (online class) ও ষষ্ঠ থেকে নবম পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড মোডে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সোমবার। এবার অফিস কর্মীদের জন্য জারি নির্দেশিকা। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ৫০ শতাংশ কর্মী অফিস করবেন। বাকি ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম (work from home) করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার থেকে দিল্লি আন্তর্জাতিক বিমান বন্দরে উড়ান বাতিলের সমস্যা শুরু হয়েছে। বুধবার সকালে ১০টি উড়ান বাতিলের (flight cancellation) খবর প্রাথমিকভাবে জানায় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ (Delhi airport authority)। সেই সঙ্গে বেশ কিছু বিমানকে কম দৃশ্যমানতার জন্য ঘুরিয়ে দেওয়া হয় অন্যত্র। পরবর্তীকালে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় দিল্লি ও উত্তর ভারতগামী ১১টি উড়ান সেখান থেকে বাতিল হয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ থেকে আটটি দিল্লিগামী উড়ান বাতিল করা হয়। ১৯টি উড়ানের সময় পরিবর্তন করা হয়।

আরও পড়ুন : বিজেপির দিল্লিতে আন্তর্জাতিক লজ্জা! পিছোলো মেসির অনুষ্ঠান, বাতিল ৬০-এর বেশি বিমান

মঙ্গলবার দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং শির্ষা ঘোষণা করেছিলেন যে গাড়ি দূষণের মাপকাঠি পার করতে পারবে না, তাদের কোনও পেট্রোল পাম্পে তেল মিলবে না। দিল্লির পেট্রোল পাম্পগুলিতে দূষণের মাপকাঠি যাচাই করার যন্ত্র রয়েছে। সেই মতো বুধবার সকাল থেকে পেট্রোল পাম্পগুলিতে গাড়ি নিয়ন্ত্রণ হতে দেখা যায়। এর ফলে দিল্লির বাইরে থেকে আসা গাড়িগুলি বিশেষভাবে সমস্যায় পড়তে দেখা যায় বুধবার।

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২ নম্বর স্নান ঘাটের একাধিক ছাউনি!

ভোররাতে গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire breaks out in Gangasagar Mela complex)। একের পর এক প্লাস্টিকের অস্থায়ী ছাউনি...

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না...

বাংলার পড়ুয়াদের জন্য বাড়ল ‘ঐক্যশ্রী’ স্কলারশিপে আবেদনের সময়সীমা

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা...

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...