Thursday, January 29, 2026

দূষণের জের: বাড়ছে উড়ান বাতিলের সংখ্যা, দিল্লিতে ৫০% ওয়ার্ক-ফ্রম হোমের নির্দেশ

Date:

Share post:

দূষণ কমার লক্ষ্ণণই নেই। নিয়মের পর নিয়ম আরোপ করেই দিল্লির রেখা গুপ্তা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে চরম ব্যর্থ। তার প্রমাণ ফের মিলল বুধবার। প্রাথমিকভাবে সকাল থেকে বেশ কিছু উড়ান বাতিল (flight cancellation) হওয়ার পরে ফের বেলা বাড়তে বাড়ল উড়ান বাতিলের সংখ্যা। সেই সঙ্গে রাজধানীর সরকারি ও বেসরকারি কর্মীদের ৫০ শতাংশের ওয়ার্ক ফ্রম হোমের (work from home) নির্দেশ জারি করল দিল্লি প্রশাসন। সেই সঙ্গে দূষণে ছাড় না থাকা গাড়ির প্রবেশে কড়া পদক্ষেপ নেওয়া শুরু বুধবার থেকেই।

ইতিমধ্যেই দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হাইব্রিড মোডে (hybrid mode) ক্লাস নেওয়ার নির্দেশ জারি হয়েছিল। প্রাথমিক বিভাগে অনলাইন ক্লাস (online class) ও ষষ্ঠ থেকে নবম পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড মোডে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সোমবার। এবার অফিস কর্মীদের জন্য জারি নির্দেশিকা। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ৫০ শতাংশ কর্মী অফিস করবেন। বাকি ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম (work from home) করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার থেকে দিল্লি আন্তর্জাতিক বিমান বন্দরে উড়ান বাতিলের সমস্যা শুরু হয়েছে। বুধবার সকালে ১০টি উড়ান বাতিলের (flight cancellation) খবর প্রাথমিকভাবে জানায় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ (Delhi airport authority)। সেই সঙ্গে বেশ কিছু বিমানকে কম দৃশ্যমানতার জন্য ঘুরিয়ে দেওয়া হয় অন্যত্র। পরবর্তীকালে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় দিল্লি ও উত্তর ভারতগামী ১১টি উড়ান সেখান থেকে বাতিল হয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ থেকে আটটি দিল্লিগামী উড়ান বাতিল করা হয়। ১৯টি উড়ানের সময় পরিবর্তন করা হয়।

আরও পড়ুন : বিজেপির দিল্লিতে আন্তর্জাতিক লজ্জা! পিছোলো মেসির অনুষ্ঠান, বাতিল ৬০-এর বেশি বিমান

মঙ্গলবার দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং শির্ষা ঘোষণা করেছিলেন যে গাড়ি দূষণের মাপকাঠি পার করতে পারবে না, তাদের কোনও পেট্রোল পাম্পে তেল মিলবে না। দিল্লির পেট্রোল পাম্পগুলিতে দূষণের মাপকাঠি যাচাই করার যন্ত্র রয়েছে। সেই মতো বুধবার সকাল থেকে পেট্রোল পাম্পগুলিতে গাড়ি নিয়ন্ত্রণ হতে দেখা যায়। এর ফলে দিল্লির বাইরে থেকে আসা গাড়িগুলি বিশেষভাবে সমস্যায় পড়তে দেখা যায় বুধবার।

spot_img

Related articles

বনগাঁয় অনুষ্ঠান-মঞ্চে মিমিকে হেনস্থা! অভিযোগে গ্রেফতার উদ্যোক্তা তনয় শাস্ত্রী

অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্থার অভিযোগ। অনুষ্ঠানের আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রীকে (Tanay...

বিজেপির অনুষ্ঠানে হেনস্থা শিল্পীদের! স্যোশাল মিডিয়া লাইভে ক্ষোভ উগরে দিল ‘পাঁচফোড়ন’

দুর্গাপুরের বিজেপির ‘কমল মেলা’য় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চরম অপমানের অভিযোগ তুলল বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘পাঁচফোড়ন’ (Panchforon...

হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আজ থেকে শুরু হয়ে গেল হাইমাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা আর এই মর্মে এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা...

মডেল বাংলা: কৃষি উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ

রাজ্য বিজেপির নেতাদের মুখে ফের ঝামা ঘষে দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা ছিনিয়ে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল...