Wednesday, January 7, 2026

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

Date:

Share post:

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে অস্কার কমিটি। সেখানে জ্বলজ্বল করছে নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ ((Neeraj Ghaywan directed movie Homebound)সিনেমার নাম। উচ্ছ্বসিত গোটা টিম। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন করণ জোহার (Karan Johar)। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (Academy of Motion Picture Arts & Sciences)১২টি বিভাগে সংক্ষিপ্ত তালিকায় আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে এই ভারতীয় সিনেমার নাম শর্টলিস্টেড হয়েছে। চূড়ান্ত মনোনয়ন ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে ঘোষণা করা হবে। খবরটি করণ জোহারের প্রযোজনা সংস্থার অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। সিনেমার পোস্টার শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, ‘৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য ‘হোমবাউন্ড’ সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। আমরা বিশ্বজুড়ে প্রাপ্ত অসাধারণ ভালোবাসা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

ভারতীয় সিনেমার অস্কার নমিনেশনে স্থান পাওয়া নতুন নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রাথমিক পর্যায়ে নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে আশাহত হয়েছেন বিনোদন অনুরাগীরা। এবছর এখনও পর্যন্ত যে তালিকা পাওয়া গেছে তাতে ‘হোমবাউন্ড’ এর সঙ্গে রয়েছে আর্জেন্টিনার ‘বেল ন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’, জাপানের ‘কোকুহো’, জর্ডানের ‘অল দ্যাট’স লেফট অফ ইউ’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, প্যালেস্টাইনের ‘প্যালেস্টাইন ৩৬’, দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’, স্পেনের ‘সির ট’, সুইজারল্যান্ডের ‘লেট শিফট’, তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’, এবং তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’। এর আগে কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর, নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল।টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হোমবাউন্ড ইন্টারন্যাশনাল অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ডে দ্বিতীয় রানার্স-আপ’ হয়। গত ২১ নভেম্বর নেটফ্লিক্সে গ্র্যান্ড এন্ট্রিও নেয় এই সিনেমা। এই সিনেমায় দুই বন্ধু শোয়েব (ঈশান খট্টর) এবং চন্দনের (বিশাল জেটুয়া) জীবনের গল্প দেখা গেছে। পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন, জাহ্নবী কাপুরের বন্ধুত্ব, কর্তব্য এবং ভারতীয় যুবসমাজের বাস্তবতার উপর ভিত্তি করে এগিয়েছে সিনেমার কাহিনী। প্রযোজক করণ পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কান থেকে অস্কার পর্যন্ত যাত্রায় এই সিনেমার সঙ্গে যুক্ত সকলের অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি।

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...