Friday, January 30, 2026

শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

Date:

Share post:

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩০ মিনিট ধরে চলে সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। অভিষেক সাফ জানান, দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন।

মঙ্গলবার, রাতেই সংসদের (Parliament) অধিবেশনে যোগ দিতে এবং দলীয় সংসদদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সকালে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে লোকসভার দলনেতার নির্দেশ, কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বা অন্য কোনও বিষয়ে সংসদে প্রস্তাব আনতে হলে লোকসভা (LokSobha) ও রাজ্যসভার (RahyaSabha) সংসদদের চিফ হুইপ ও ডেপুটি লিডারের অনুমতি নিতে হবে। সম্প্রতি এই বিষয়ে তৃণমূলের মহিলা সাংসদের মধ্যে এই বিষয়ে মতানৈক্য হয়। সেই কথা পৌঁছয় অভিষেক (Abhishek Banerjee) কানে। তার পরেই বৈঠক ডাকেন তৃণমূলের সেনাপতি। হাজির ছিলেন দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ-সহ দিল্লিতে উপস্থিত তৃণমূলের সাংসদরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকালে দিল্লিতে সংসদ ভবনে অবস্থিত পার্টি অফিসে দলের সাংসদদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই বৈঠকেই অভিষেক জানান, দলের অভ্যন্তরে আরও ভালো করতে হবে সমন্বয়৷ শুক্রবার সংসদের চলতি শীতকালীন অধিবেশনে দাঁড়ি পড়বে৷ তারপরে প্রত্যেক সাংসদ নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নমুখী কাজের ফাঁকে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি যেন প্রকাশ্যে তুলে ধরেন, তা নিশ্চিত করার কথাও বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

spot_img

Related articles

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...