পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত। দোষী সাব্যস্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ও জিয়ারুল মণ্ডলকে সোমবারই দোষী ঘোষণা করা হয়েছিল। ঘটনার প্রায় সাড়ে তিন বছর পর সাজা ঘোষণা হওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে নিহত কাউন্সিলারের পরিবার। যদিও দোষীদের দাবি, তাঁরা নির্দোষ।
২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় আগরপাড়া স্টেশন রোডে পোষ্যের জন্য ওষুধ কিনতে যাওয়ার সময় স্কুটিতে থাকা পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুপম দত্তকে প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। নৃশংস ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

তদন্তে ব্যারাকপুর পুলিশ জানতে পারে, খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত। প্রথমে জিয়ারুল মণ্ডলকে সুপারি দেওয়া হলেও পরে অমিত পণ্ডিতকে দিয়ে খুন করানো হয়। ঘটনার পর এলাকাতেই লুকিয়ে থাকা অমিতকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে বাকি দুই অভিযুক্তের নাম সামনে আসে। আরও পড়ুন: NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

রায় ঘোষণার পর নিহত কাউন্সিলারের স্ত্রী মীনাক্ষি দত্ত বলেন, ফাঁসির দাবি থাকলেও আদালতের রায়কে সম্মান জানানো হচ্ছে। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, পরিবার বিচার পেয়েছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

–

–

–

–

–

–


