Thursday, January 8, 2026

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুরবোর্ডকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাঁথি পুরসভার একাধিক এলাকায় পরিষেবা নিয়ে চরম অসন্তোষ জমছিল। বহু ওয়ার্ডে সন্ধ্যার পর রাস্তার আলো কার্যত অচল। তার উপর নিকাশি ব্যবস্থার বেহাল দশায় নর্দমার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। অভিযোগ, নিয়মিত পরিষ্কার না হওয়ায় জনস্বাস্থ্যের উপরও তার প্রভাব পড়ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, এই অবস্থার মধ্যেই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার পুরপ্রধান সুপ্রকাশ গিরির কাছে দরবার করলেও উল্টে মানুষকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সমস্ত অভিযোগই পরে রাজ্য সরকারের কাছে পৌঁছয়।

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাপ্ত অভিযোগ এবং পরিস্থিতি খতিয়ে দেখেই গোটা পুরবোর্ডের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। কেন নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা যায়নি, কেন অভিযোগ সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি— সেই সব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে শোকজ নোটিসে।

এ বিষয়ে কাঁথি পুরসভার অন্দরমহলে চাপা উত্তেজনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের কয়েক মাস আগে এই শোকজ পুরবোর্ডের কাছে বড় ধাক্কা। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ করতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১...