Wednesday, December 17, 2025

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুরবোর্ডকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাঁথি পুরসভার একাধিক এলাকায় পরিষেবা নিয়ে চরম অসন্তোষ জমছিল। বহু ওয়ার্ডে সন্ধ্যার পর রাস্তার আলো কার্যত অচল। তার উপর নিকাশি ব্যবস্থার বেহাল দশায় নর্দমার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। অভিযোগ, নিয়মিত পরিষ্কার না হওয়ায় জনস্বাস্থ্যের উপরও তার প্রভাব পড়ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, এই অবস্থার মধ্যেই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার পুরপ্রধান সুপ্রকাশ গিরির কাছে দরবার করলেও উল্টে মানুষকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সমস্ত অভিযোগই পরে রাজ্য সরকারের কাছে পৌঁছয়।

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাপ্ত অভিযোগ এবং পরিস্থিতি খতিয়ে দেখেই গোটা পুরবোর্ডের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। কেন নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা যায়নি, কেন অভিযোগ সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি— সেই সব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে শোকজ নোটিসে।

এ বিষয়ে কাঁথি পুরসভার অন্দরমহলে চাপা উত্তেজনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের কয়েক মাস আগে এই শোকজ পুরবোর্ডের কাছে বড় ধাক্কা। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ করতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...