চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে ছিটকে গেলেন শুভমান গিল(Subhaman Gill)। কীভাবে চোট পেয়েছেন জানা যায়নি। তবে সূত্রের খবর, গোড়ালিতে চোট পেয়েছেন ভারতীয় টি২০ দলের সহ অধিনায়ক।
কলকাতায় টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পান, এর জেরে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। চোট কাটিয়ে টি২০ সিরিজে ফিরেছেন। কিন্তু ভালো ফর্মে ব্যাটিং করতে পারেননি।

টি২০ সিরিজে গিল তিনটি ম্যাচে মাত্র ৩২ রান করেছেন। কটকে চার রান করে আউট হন। এরপর মুল্লানপুরে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়ে যান। টি২০ বিশ্বকাপের আগে তাঁর চোট নতুন করে উদ্বেগ বাড়াল থিঙ্ক ট্যাঙ্কের।

গোটা উত্তর ভারত জুড়ে প্রবল দূষণের দাপট। লখনউতে কম দৃশ্যমানতা এবং ধোঁয়াশার জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ। পিছিয়ে গিয়েছে টসের সময়ও। নির্ধারিত সময় অর্থাৎ সন্ধে সাড়ে ৬টায় টস করা সম্ভব হল না। মাঠে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম। কিন্তু টস একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ধোঁয়াশার কারণে মাঠে কিছুই দেখা যাচ্ছে না। নির্ধারিত সময়ের এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ম্যাচ শুরু করা যায়নি।

–

–

–

–

–


