খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে চিহ্নিত করা হচ্ছে, আবার কোথাও মিলছে ভুরি ভুরি ভুতুড়ে ভোটারের নাম। এমন ঘটনায় বিরক্ত ও উদ্বিগ্ন সাধারণ মানুষ। ডানকুনির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিযোগ উঠল উত্তরপাড়া বিধানসভার কোন্নগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ২৬২ নম্বর বুথের বাসিন্দা শ্যামল খাটুয়া জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম মৃত ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছে। বিষয়টি জানার পর থেকেই চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে শ্যামলবাবু বলেন, নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানাবেন। প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।
অন্যদিকে, বাগদা বিধানসভার সিন্দ্রাণী গ্রামপঞ্চায়েতের খড়েরমাঠ গ্রামের ২৪ নম্বর পার্টে ব্যাপক ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ। ওই পার্টের একটি বুথে মোট ১৬৫ জন ভোটারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে বাগদার বিডিও অখিল মণ্ডল জানিয়েছেন, সিন্দ্রাণী গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর পার্টের তালিকাভুক্ত ১৬৫ জন ভোটারের কোনও হদিস মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য বিজেপির। তাঁর দাবি, ভুতুড়ে ভোটার সংক্রান্ত দায়িত্ব সংশ্লিষ্ট বিজেপি পঞ্চায়েত সদস্যেরই। ঘটনার জেরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় দ্রুত সংশোধনের দাবি তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

_

_

_

_

_

_
_


