Thursday, December 18, 2025

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

Date:

Share post:

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকেই ভোটারদের নোটিশ পাঠাতে শুরু করছেন নির্বাচন কমিশন (election commission of India)। তবে সকলেই এই নোটিশ পাবেন না। রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তাতে ২০০২ সালের এসআইআরের সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি প্রায় ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন। কমিশনের তরফে তাঁদের ‘নো ম্যাপিং ভোটার’দের (No Mapping Voter) তালিকায় রাখা হয়েছে এবং আজ থেকেই নোটিশ পাঠানো হবে।

গত ১৬ই ডিসেম্বরে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রথমে বাদ যাওয়া নামের তালিকা ওয়েবসাইটে আপলোড করে কমিশন। সেখানে মৃত, ডুপ্লিকেট ,স্থানান্তরিত হওয়া এবং খুঁজে না পাওয়া ভোটারদের নাম উল্লেখ করা হয়। এরপর বলা হয় অনেকেই প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বা হয়তো ফর্ম না পাওয়ার কারণে তা জমা দিতে পারেননি এরকম নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। সে ক্ষেত্রে তাঁরা শুনানির মাধ্যমে সুযোগ পাবেন নিজেদের তথ্য জমা করার। কমিশন সূত্রে খবর নো ম্যাপিং ভোটার ছাড়াও প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারদের এনুমোরেশন ফর্ম সন্দেহজনক মনে হওয়ায় তাদের তথ্য পুনরায় পরীক্ষা করে দেখবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। এই যাচাই পর্বের পরও যাঁদের নিয়ে সন্দেহ দূর হবে না তাঁদের শুনানিতে ডাকা হবে। এই পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নোটিশ দেওয়ার পর ভোটারদের হাতে এক সপ্তাহ সময় থাকবে। কোথায়, কখন শুনানি হবে, তা নোটিশেই উল্লেখ থাকছে। কোন ভোটার যদি নির্ধারিত তিনি উপস্থিত হতে না পারেন সে ক্ষেত্রে তিনি যথাযথ কারণ দেখাতে পারলে তাকে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই ৮৫ বছরের বেশি বয়সীদের বাড়িতে শুনানির প্রস্তাবনা ইসিআই (ECI) দফতরে পাঠিয়েছেন। তবে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

spot_img

Related articles

মমতার আমলে বাংলায় বিপুল উন্নয়ন, রাজ্যে ৭০ শতাংশ বিনিয়োগ সঙ্গে কর্মসংস্থান: জানালেন নেওটিয়া

বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের আয়োজিত বাণিজ্য কনক্লেভে। মঞ্চে ছিল শিল্পপতিদের নক্ষত্র সমাবেশ।  কনক্লেভের মঞ্চ থেকেই...

দূষণ সার্টিফিকেট ছাড়া বন্ধ তেল! দূষণ কমাতে নয়া নিয়ম দিল্লিতে

দিল্লির দমবন্ধ করা দূষণ (Delhi Air Pollution) পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে...

লখনউতে ম্যাচ নিয়ে সমালোচনায় প্রাক্তনীরা, শিক্ষা নেওয়ার বার্তা বোর্ড কর্তার

প্রতিকূল আবহওয়ার জন্য লখনউতে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ(Lucknow T20I )। অতিরিক্ত দূষণ এবং ঘন কুয়াশার...

মুকুলের বিধায়কপদ খারিজের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই করবে না বিধানসভার সচিবালয়, জানালেন স্পিকার

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে খারিজ কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের (Mukul Ray) বিধায়কপদ। তবে,...