স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন বর্তমানে কর্মরত ‘যোগ্য’ শিক্ষকরা (Teacher)। বৃহস্পতিবার, এই নির্দেশ দিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চের। সুপ্রিম নির্দেশে বাতিল হওয়া SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও খবর: মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন ৩১ ডিসেম্বর এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন পর্যন্ত শিক্ষকেরা বেতন নিয়ে চাকরি করতে পারবেন। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে এই প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না বলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় স্কুল শিক্ষা কমিশন। এই আবেদনের ভিত্তিতে সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল শীর্ষ আলাদত। আরও ৮ মাস পর্যন্ত বেতন পাবেন যোগ্য শিক্ষকেরা।

এই নির্দেশ শোনার পরে যোগ্য শিক্ষকদের অন্যতম প্রতিনিধি মেহবুব মণ্ডল বলেন, “যে সময়সীমা বৃদ্ধি হয়েছে, তা আমরা সদর্থক ভাবে দেখছি। এই সময়সীমা না বাড়লে যাঁরা গত পাঁচ বছর ধরে চাকরি করছিলেন, তাঁরা বেতনহীন হয়ে পড়তেন। আশা করব অগাস্ট মাসের মধ্যে এসএসসি তাঁর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।”

শিক্ষকদের কথায়, আমাদের চাকরির স্থায়িত্ব থাকা খুব দরকার। যোগ্য শিক্ষক হয়েও অনেকে নথি যাচাইয়ের সুযোগ পাননি। এর জন্য পদক্ষেপ নেওয়া দরকার। কোনো যোগ্য শিক্ষক যাতে বঞ্চিত না হয় সেই বিষয় টা যেন সরকার দেখেন।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তার পরে কাউন্সেলিং হবে। তাই অগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।”

–

–

–

–

–
–
–
–


