প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফের ২০তম দিনে শনিবার তিনি উপস্থিত থাকবেন বজবজের (Budge Budge) মডেল ক্যাম্পে (model camp)। ঘুরে দেখবেন চিকিৎসা পরিষেবা।
আরও পড়ুন : তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

১ ডিসেম্বর অভিষেকের হাতেই সূচনা হয়েছিল এবারের সেবাশ্রয়ের। ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ শিবিরগুলিতে গিয়েছেন চিকিৎসার জন্য। শুক্রবার পর্যন্ত বজবজের ক্যাম্পে ৮৬৬৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের কেউ নিরাশ হয়ে ফিরছেন না। ৪৪৭৫ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। শিশু-মহিলা-বয়স্কদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারও সেবাশ্রয় কর্মসূচি মানুষের মন জয় করে নিয়েছে। উল্লেখ্য, এই মডেল অনুসরণ করে নৈহাটি এলাকাতেও শুরু হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি।

–

–

–

–

–

–

–


