Friday, December 19, 2025

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

Date:

Share post:

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ। কেন্দ্রের সরকার নির্বাচন কমিশনকে (Election Commission) কাজে লাগিয়ে নির্বাচনের আগে যে খেলা খেলার চেষ্টা চালিয়েছিল, তা বুমেরাং হয়ে তাঁদেরই আঘাত করেছে। ড্যামেজ কন্ট্রোলে (damage control) এবার খোদ মতুয়া এলাকায় মোদি (Narendra Modi)। তবে সেখানে শনিবার প্রধানমন্ত্রী (Prime Minister) মতুয়াদের নাগরিকত্ব (citizenship) নিয়ে যদি কোনও প্রতিশ্রুতি দেন, তবে তা বিশ্বাস করার কোনও কারণ নেই, স্পষ্ট করে দিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

বাস্তবে নদিয়ার তাহেরপুরে (Taherpur) নরেন্দ্র মোদির সভা ঘিরে বিজেপির বঙ্গ নেতাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ এসআইআর (SIR) প্রক্রিয়ায় যেভাবে বিজেপির মতুয়া ভোট ব্যাঙ্কে আঘাত লেগেছে, তা বাঁচাতে শেষ ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদি নিজের সফরে মতুয়াদের সেই ভোটাধিকার (voting rights) হারানোর সমস্যাকে প্রথম থেকেই সরিয়ে রেখে যে দলীয় প্রচার চালাবেন, তার ইঙ্গিত তিনি শুক্রবারই দিলেন। তাহেরপুরের সভার আগে মতুয়াদের ভোটাধিকার হারানো নিয়ে কোনও কথা নেই। ‘উন্নয়ন’কে হাতিয়ার করে মতুয়া বৈতরণী পারের চেষ্টা মোদির।

শুক্রবার সভার আগে মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব। এনএইচ-৩৪ এর বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত অংশের রাস্তার ৪-লেনে উন্নীত করার প্রকল্পের শিলান্যাস। এই প্রকল্প কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

তবে উন্নয়ের নিরিখে বাংলার মানুষের বিশ্বাস যে বিজেপি আগেই হারিয়েছে, তা স্মরণ করিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো। কিন্তু বাংলার প্রাপ্য দেন না। বাংলাকে বঞ্চনা করেন। বাংলার মানুষের অধিকার খর্ব করেন। বাংলার মনীষীদের অপমান করেন। এবার মানুষের পরিচয়ের শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোলে (damage control) হাতে পায়ে ধরে মোদিকে (Narendra Modi) আনতে হচ্ছে। তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না।

আরও পড়ুন : ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

তবে কী মতুয়া অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে কী এসআইআর-এর পরে তাঁদের ভোটাধিকার হারানো নিয়ে কোনও বার্তা দেবেন না মোদি? কিন্তু সেই বার্তা আদতে কী, তা নিয়েও ব্যাখ্যা করে দেন কুণাল। তিনি দাবি করেন, আজ মতুয়া (Matua) সম্প্রদায় বুঝতে পারছে তাঁদের অথৈ জলে ফেলেছে বিজেপি। একদিকে এসআইআর (SIR) নিয়ে তাঁরা বিপদে। অন্যদিকে যদি সিএএ-র (CAA) ফর্ম ফিলাপ (form fillup) করেন তাহলে নিজেরাই ঘোষণা করে দিচ্ছেন তাঁরা ভারতের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ সরকারি যে প্রকল্পগুলো সেগুলোর সুবিধা কী তাঁরা আদৌ পাওয়ার যোগ্য? এই অনিশ্চয়তার মধ্যে তাঁরা পড়েছেন। কাল প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি, আশ্বাস দেবেন মতুয়াদের। আরও বিভ্রান্ত করার চেষ্টা করবেন। বিজেপি বুঝেছে আপনারা অনিশ্চয়তার কালো মেঘের মধ্যে, তাই প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে ভোট পর্যন্ত বিভ্রান্ত করে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করতে। কিন্তু সেই সব প্রতিশ্রুতির কোনও আইনি মূল্য নেই, কারণ তা এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পায়নি।

spot_img

Related articles

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...