শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন তারা বিশেষভাবে সক্ষম। মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় শুরু হয়েছে জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আসর( National Cricket Championship for Deaf’s)।
কলকাতার মার্লিন রাইজ( Merlin Rise) ক্রিকেট গ্রাউন্ডে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হল। বিসিসিআই(BCCI) এবং বধির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান বধির ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ভারতীয় বধির ক্রিকেট অ্যাসোসিয়েশনের(Indian Deaf Cricket Association ) উদ্যোগে জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের(National Cricket Championship for Deaf’s) চতুর্থ সংস্করণ শুরু হল।

উদ্বোধনী অনুষ্ঠানে হেরিটেজ গ্লোবাল বেঙ্গলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনির্বাণ কুমার মুখোপাধ্যায় সূচনা অনুষ্ঠানে বলেন, “এই টুর্নামেন্টে খেলা কয়েকজন ক্রিকেটারকে আমি জাতীয় দলে খেলতে দেখতে চাই। অতীতে অনেকেই এই টুর্মামেন্টে খেলেছেন যারা পরবর্তীতে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন।”

প্রায় এক সপ্তাহব্যাপী টেস্ট সিরিজের দুটি সেমিফাইনাল ক্রিকেট ম্যাচ ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতার মার্লিন রাইজ ক্রিকেট গ্রাউন্ড এবং রাজস্থান ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ২১ থেকে ২৩ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ।

–

–

–

–

–



