Friday, December 19, 2025

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড় দশকের শাসনকালের সামগ্রিক রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’। নবান্নে (Nabanna) আনুষ্ঠানিক ভাবে এটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), অর্থসচিব প্রভাত মিশ্র-সহ অন্যান্য আধিকারিকেরা। বাংলা-সহ মোট ৬টি ভাষায় প্রকাশিত এই বইয়ে ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে ।

২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর আমলের দেড় দশকের রিপোর্ট কার্ড (Report Card) প্রকাশ করেছিলেন। সেই রিপোর্ট কার্ডেরই বিস্তৃত ও প্রামাণ্য নথি রূপে ‘উন্নয়নের পাঁচালি’ বইটি প্রকাশ পেল বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। বইটির প্রচ্ছদ থেকে শুরু করে বিষয়বস্তু জুড়ে রাজ্যের সার্বিক উন্নয়ন যাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।

প্রকাশিত বইটিতে সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, গ্রামোন্নয়ন, সংখ্যালঘু কল্যাণ, পর্যটন ও সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রকল্প, ব্যয় এবং প্রাপ্তির বিস্তারিত বিবরণ রয়েছে। সরকারি তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা হয়েছে কী ভাবে রাজ্যের আর্থ-সামাজিক কাঠামো গত পনেরো বছরে বদলে গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, সাধারণ মানুষের কাছে সরকারের কাজের হিসেব স্বচ্ছ ভাবে তুলে ধরতেই এই বই প্রকাশের উদ্যোগ। বিভিন্ন ভাষায় প্রকাশের ফলে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের পাঠকদের কাছেও পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন মডেল পৌঁছে দেওয়াই লক্ষ্য। ইতিমধ্যেই রাজ্যের ব্লকে ব্লকে উন্নয়নের পাঁচালি প্রচার করছে রাজ্য সরকার।
আরও খবরবর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

এখন থেকে রাজ্য সরকারের ওয়েবসাইট থেকেও এই পাঁচালি-র সফট কপি পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, পনেরো বছরের রিপোর্ট কার্ড বলা হলেও উন্নয়নের পাঁচালি আদতে রাজ্য সরকারের সাড়ে চোদ্দো বছরের রিপোর্ট কার্ড। সরকারের দাবি, ‘উন্নয়নের পাঁচালি’ শুধু একটি রিপোর্ট কার্ড নয়, বরং রাজ্যের সামগ্রিক রূপান্তরের দলিল।

spot_img

Related articles

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...