উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। এবার শুরু হয়েছে সেবাশ্রয়–২ শিবির (Sebaashray 2)। শনিবার বজবজে (Budge Budge) গিয়ে শিবির ঘুরে দেখেন সাংসদ অভিষেক। রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। এর পরে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “#Sebaashray2-এর মাধ্যমে আজ মহেশতলার ১৩ জন বাসিন্দা রেণুকা চক্ষু হাসপাতালে ছানি অস্ত্রোপচার করিয়ে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।“ স্বাস্থ্য শিবির পরিদর্শন করার আগে মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 
ডায়মন্ড হারবারের মানুষের চিকিৎসার সুব্যবস্থার জন্য ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছেন স্থানীয় সাংসদ অভিষেক (Abhisekh Banerjee)। চলতি বছর জানুয়ারি মাসে টানা ৭৫ দিন বিধানসভা কেন্দ্র ধরে ধরে পরিষেবা দেয় ‘সেবাশ্রয়’। উপকৃত হন বহু মানুষ। অনেক বিরল রোগের চিকিৎসাও ‘সেবাশ্রয়’-এর মাধ্যমে। রক্তচাপ, সুগার থেকে শুরু করে চোখ, কান, গলা এমনকী ক্যান্সারের মতো রোগেরও বিনামূল্যে হয় ‘সেবাশ্রয়’। স্থানীয়রা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ‘সেবাশ্রয়’ শিবিরগুলিতে গিয়েছিলেন। বিরাট সাড়া পাওয়ার পরে ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয় ২ শুরু করেছেন অভিষেক। দক্ষিণ ২৪ পরগনার বজবজে সেবাশ্রয়–২ শিবির চলছে। 

For families standing at the edge of uncertainty, timely healthcare is not merely relief, it is survival.
Today, 13 residents from Maheshtala were able to regain their sight through cataract surgeries at Renuka Eye Hospital, an endeavour made possible by #Sebaashray2.… pic.twitter.com/PmZ4i7I32b— Abhishek Banerjee (@abhishekaitc) December 20, 2025
এদিন, বহু মানুষের ছানি অপারেশন হয়েছে এই সেবাশ্রয় ২-এর মাধ্যমে। শিবির ঘুরে রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলে অভিষেক। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন। জনসংযোগের পরে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন,
“দুশ্চিন্তাগ্রস্ত পরিবারগুলির জন্য সময়মতো স্বাস্থ্যসেবা কেবল স্বস্তি নয়, এটি বেঁচে থাকার পথ।
আজ মহেশতলার ১৩ জন বাসিন্দা #Sebaashray2-এর মাধ্যমে রেণুকা চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের মাধ্যমে তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পেলেন।
সেবাশ্রয় কেবল একটি উদ্যোগ নয়; এটি একটি অঙ্গীকার। একটি অঙ্গীকার যে অসুখ উপেক্ষা করা হবে না, কষ্টকে অবহেলা করা হবে না, উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা কোনও বিশেষাধিকার বা অনুগ্রহ নয়, বরং প্রতিটি নাগরিকের অধিকার।
ঘোষণা বা ক্ষমতা দ্বারা নেতৃত্ব পরিমাপ করা যায় না। সাধারণ মানুষের আস্থাভাজন হওয়া ও প্রতিশ্রুতি পালনই জননেতার কাজ।“

এদিন অভিষেককে একঝলক দেখতে ভিড় উপচে পড়ে বজবজে (Budge Budge) সেবাশ্রয়–২ শিবির এলাকায়। রীতিমতো ব্যারিকেডে চড়ে প্রিয়নেতার দিকেহাত বাড়িয়ে দেন স্থানীয়রা। অভিষেকও সৌজন্য বিনিময় করেন। ছোটদের হাতে দেন টফি।

–

–

–

–

–

–
–


