Saturday, December 20, 2025

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

Date:

Share post:

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ প্রশাসনকে বাক-স্বাধীনতা ও সাংবাদিকদের রক্ষায় কড়া বার্তা দিল রাষ্ট্রসঙ্ঘ (United Nations)। যদিও শুক্রবারও বাংলাদেশে (Bangladesh) হিংসা ও উস্কানি অব্যাহত। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হলেও তার বিন্দুমাত্র চিহ্ন দেখা যায়নি শুক্রবার রাত পর্যন্ত। যার জেরে বৃহস্পতিবারের ফের শুক্রবার হামলা চালানো হয় মুজিবের (Sheikh Mujibur Rahman) ধানমণ্ডির বাড়িতে।

বাংলাদেশের সর্বাধিক প্রচলিত সংবাদপত্র প্রথম আলো-র (Prothom Alo) দৈনিক প্রকাশনা ২৭ বছরে প্রথমবার বন্ধ থাকল শুক্রবার। বৃহস্পতিবার রাতের তাণ্ডবের পরে সংবাদপত্র প্রকাশ করতে পারেনি প্রথম আলো। কোনওমতে ২০ মিনিট সময়ের মধ্যে দফতর থেকে সেনাবাহিনীর নিরাপত্তায় উদ্ধার পান সাংবাদিকরা। ডেইলি স্টার (Daily Star) পত্রিকার দফতরে আটকে পড়েন ৩০ জন সাংবাদিক। পরে দমকলের মইতে করে তাঁদের জ্বলন্ত দফতর থেকে বের করে আনা হয়। অন্যদিকে খুলনায় গুলি করে খুন করা বর্তমান সময় (Bartaman Somoy) পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনকে।

বৃহস্পতিবার রাতে ভারত বিদ্বেষ থেকে একাধিক জায়গায় হামলা চালায় ওসমান হাদির সমর্থকরা। বাদ পড়েনি ঢাকার ধানমণ্ডির (Dhanmandi) মুজিবর রহমানের ভাঙা বাড়ি। এমনকি বৃহস্পতিবারে মুজিবের (Mujibur Rahman) বাড়িতে হামলার যে ভিডিও ছড়ায় তাতে দেখা যায় আইএসআইএস (ISIS) পতাকা হাতে বিক্ষোভকারীরা সেই বাড়ির ছাদে ভাঙচুর চালাচ্ছে। এরপরই নীবর ইউনূস সরকারের বদান্যতায় শুক্রবার সকালেও সেখানে ভাঙচুর চলে।

বাংলাদেশের এই পরিস্থিতিতে বাক-স্বাধীনতা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ রাষ্ট্রসঙ্ঘের (UN)। একদিকে প্রশাসনিক দুর্বলতায় হাদির হত্যায় দ্রুত, নিরপেক্ষ, যথাযথ ও স্বচ্ছ তদন্তের দাবি করা হয়েছে। দোষীদের যথাযথ শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি ভেদাভেদকে বাড়িয়ে তুলে প্রত্যেকের অধিকার রক্ষার বার্তাকে স্থাপনে ব্যর্থ হবে, দাবি রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার (UN Human Rights) বিভাগের প্রধান ভোলকার টার্কের।

সেই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা কমিটির দাবি, কর্তৃপক্ষকে বাক-স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান, এই উত্তেজনার সময়ে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান ও যাতে আবার হিংসা কোনওভাবে না বাড়ে তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন : নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

প্রাথমিকভাবে ওসমান হাদির মৃত্যুতে আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন (European Union) সকলেই দুঃখপ্রকাশ করেছে। তবে মার্কিন দূতাবাসের (US Embassy) তরফ থেকে একাধিক বিজ্ঞপ্তি জারি করে মার্কিন নাগরিকদের হিংসা সম্পর্কে সচেতন করা হয়েছে। কোথাও রওনা হওয়ার আগে আশেপাশে পরিস্থিতির উপর নজর রাখা ও যে কোনও জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...