Saturday, January 10, 2026

মোদির সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে অভিষেকের নির্দেশ তৃণমূল প্রতিনিধিদল

Date:

Share post:

লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেওয়া। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কল্পনাও করতে পারেননি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের তিন গ্রামবাসী। শনিবার নদিয়ার তাহেরপুর স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন বিজেপি সমর্থকের। তবে, তাঁদের পরিবারের পাশে পাওয়া যায়নি বিজেপিকে। কিন্তু তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Diamond Harbour) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নির্দেশে পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অন্যদিকে এই ঘটনায় পূর্ব রেলের কাছে রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক।

শনিবার সকালে কৃষ্ণনগরে (Krishnanagar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় যোগ দিতে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে প্রায় ৪০ জনের একটি দল রওনা দেন। ভোরবেলা তাহেরপুর রেলস্টেশনের কাছে লাইনের ধার দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তাঁরা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ২ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দু’জনের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার শাবলদহ গ্রামে। একজনের বাড়ি বড়ঞার মসড্ডা গ্রামে। মৃতরা হলেন মুক্তিপ্রদ সূত্রধর (৫৫), রামপ্রসাদ ঘোষ (৬৫) এবং ভৈরব ঘোষ (৬২)। ঘটনার খবর পাওয়া মাত্র জেলা নেতৃত্বকে পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন অভিষেক। নির্দেশ পেয়ে মৃতদের বাড়ি যান ব্লক তৃণমূল (TMC) সভাপতি মাহে আলম ও গোলাম মোর্শেদ-সহ অন্য নেতারা।

শোকার্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেতারা। তাঁরা বলেন, মানুষ হিসেবে এখানে আসা। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু আমরা পরিবারগুলির পাশে আছি। তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে পূর্ব রেলের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক। কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং সেখানে রেলের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...