Friday, January 30, 2026

দূষণের দোসর কুয়াশা: দিল্লিতে বাতিল ১২৯ বিমান, ব্যাহত রেল পরিষেবা

Date:

Share post:

দূষণের বিষ পিছু ছাড়ছে না রাজধানী দিল্লির। সেই সঙ্গে দোসর কুয়াশা। যার জেরে ফের ভোগান্তিতে রাজধানীর বিমান যাত্রীরা। শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২৯ টিরও বেশী বিমান বাতিল (flight cancelled) করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নামতে পারেনি (arrival) ৬৬ টি বিমান এবং উড়তে পারেনি (departure) ৬৩ টি বিমান। চলতি সপ্তাহেও এই কারণে অনেক বিমান বাতিল হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আজ সকালে যাত্রীদের সতর্ক করেছে। যাত্রীদের তাদের ফ্লাইটের জন্য নিজেদের বিমান সংস্থাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। তবে শনিবার শুধুমাত্র বিমান নয়, রাজধানীতে ব্যাহত ট্রেন পরিষেবাও (Railway service)।

যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) বিমানবন্দরগুলিতে যাত্রী সুবিধা প্রদানকারী দল মোতায়েন করেছে। এএআই নিজেদের এক্স হ্যান্ডলে লিখেছে, উত্তর ভারতের কিছু অংশে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ফলে নির্বাচিত বিমানবন্দরগুলিতে বিমান চলাচল (arrival-departure) প্রভাবিত হতে পারে, যার ফলে ব্যাঘাত ঘটতে পারে। যাত্রীদের রিয়েল-টাইম ফ্লাইট আপডেটের জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে, সঠিক তথ্যের জন্য অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করতে এবং ভ্রমণ এবং বিমানবন্দরের আচরণবিধির জন্য অতিরিক্ত সময় দেওয়ার অনুমতি চাওয়া হচ্ছে।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রাঁচি, জম্মু এবং হিন্ডন বিমানবন্দরে সম্ভাব্য ফ্লাইট বাতিলের (flight cancelled) বিষয়ে যাত্রীদের সতর্ক করেছে ইন্ডিগো এবং তার জন্য একটি ভ্রমণ পরামর্শও জারি করেছে। ইন্ডিগো জানিয়েছে যে তারা আবহাওয়ার পরিস্থিতি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের ফ্লাইটের অবস্থা সম্পর্কে আপডেট থাকার কথা জানিয়েছে। রাঁচি, জম্মু এবং হিন্ডন বিমানবন্দরে কম দৃশ্যমানতা এবং কুয়াশার কারণে বিমানের সময়সূচীর উপর প্রভাব পরতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। যাত্রীদের নিয়মিত তাদের বিমানের অবস্থা ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের দল প্রতিটি পদক্ষেপে সহায়তা করার জন্য উপস্থিত আছে, ইন্ডিগো তাদের পরামর্শে বলেছে। এদিকে, জয়সলমীর বিমানবন্দরেও, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচলের প্রভাব পড়েছে, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার জন্য বিমান সংস্থাগুলিকে যাত্রী সুবিধার নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নিরাপত্তার পাঁচিল ভেঙে গর্ভগৃহে ক্যামেরা! পুরীর জগন্নাথের নিরাপত্তা নিয়ে তুঙ্গে বিতর্ক

দূষণ ঠেকাতে একের পর এক পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে বাধ্য হয়েছে রেখা গুপ্তা (Rekha Gupta) প্রশাসন। তা সত্ত্বেও শনিবারও দূষণের পরিমাণ অতি বেশি পরিমাণ ছিল। যার জেরে ব্যহত ট্রেন পরিষেবাও। স্থানীয় রেল পরিষেবার ক্ষেত্রে প্রায় ৩০টি ট্রেন দেরিতে চলছে। তিন-থেকে চার ঘণ্টা দেরিতে চলার কথা জানিয়েছে উত্তর রেলওয়ে। সেই সঙ্গে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও ছয় থেকে সাত ঘণ্টা দেরিতে চলার কথা জানানো হয়েছে।

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...